শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ল্যাপটপ প্রদান

রিপোটারের নাম / ৬০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও জাতীয়, আন্তর্জাতিকভাবে সফল খেলোয়াড়, পরিচালক ও কোচদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (০১ জুলাই) পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাটগ্রাম(স্যাপ)এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে বৃত্তি ও ল্যাপটপ প্রদান ও নবীনদের সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক-উল-আলম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) নুরুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট এবং অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডাঃ শাহ গোলাম নবী, পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাটগ্রামের ২ শ শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে এককালীন শিক্ষা বৃত্তি, ৫ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও জাতীয়, আন্তর্জাতিকভাবে সফল পাটগ্রামের খেলোয়াড়, পরিচালক ও কোচদেরকে সংবর্ধনা দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ