শিরোনাম
আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্প সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন এলডিপি নেতা নুরুল ইসলাম
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

পাঁচ গ্রামের মুরব্বিদের উদ্যোগে ছাতকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা হাবিবউল্লাহ মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও পাঁচ গ্রামের মুরব্বিদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার হলরুমে এ সভা শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে গত ১৬ জুন প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেনের উপর দুষ্কৃতিকারীদের হামলা ও ১৯/২৫ ছাতক থানায় দায়ের করা মিথ্যা মামলার প্রেক্ষাপটে গ্রেফতারের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন।

এরপর জামিনে মুক্ত হয়ে আসা প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেন নিজেই ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, “একদল দুষ্কৃতকারী ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে পুলিশ দ্বারা গ্রেফতার করিয়েছিল। এতে আমি মারাত্মক বিব্রতকর অবস্থায় পড়ি। তবে আলহামদুলিল্লাহ, প্রশাসনের উদ্যোগে আইনানুগভাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমি সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছি।”

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক জালালিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতিনিয়া-শহীদিয়া হুফফাজুল কুরআন পরিষদের সভাপতি হাফিজ মোঃ আব্দুল গফফার আল হাসান এবং সিরাজুম মুনিরা তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবুল হোসাইন।

এছাড়া বক্তব্য রাখেন মিজানুর রহমান জাবেদ, গোলাম কিবরিয়া আজাদ, হাজী সফিক মিয়া, আয়না মিয়া, সামছুদ্দীন, খলিলুর রহমান মানিক, আকিল আলী, আঙ্গুর মিয়া, ফারুক মিয়া, ইর্শাদ আলী, আনফর আলী, দেলোয়ার হোসেন, সাকির আমিন, লালা মিয়া, আব্দুল কাদির, সরিফ উদ্দিন, সাইফুল আলম, নজরুল আলম তালুকদার, কামরুল ইসলাম তালুকদার, সাকিব মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, ডিএনএ পরীক্ষায় প্রধান শিক্ষক হাফিজ মোঃ আলী হোসেনের নির্দোষ প্রমাণিত হওয়া প্রমাণ করে তিনি একজন সৎ, নির্ভীক ও একনিষ্ঠ কুরআনের খাদিম। গত ১৩ বছর ধরে তাঁর নেতৃত্বে মাদরাসাটি ব্যাপক উন্নতি অর্জন করেছে এবং বর্তমানে এটি বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম খ্যাতনামা হিফজুল কুরআনের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।

সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ গ্রামের মুরব্বিদের সমন্বয়ে একটি তদন্ত ও সালিশ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় এলাকার মুরব্বি, অভিভাবক ও সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। শেষ পর্যায়ে মাওলানা মোঃ আব্দুল আহাদ দোয়া পরিচালনা করেন এবং এর মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ