শিরোনাম
আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী(ক.)’র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে বিনামূল্যে খতনা ক্যাম্প সাতকানিয়া খাগরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেন এলডিপি নেতা নুরুল ইসলাম
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট

রিপোটারের নাম / ২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক-আইন্দারগাঁও ভায়া জাউয়াবাজার সড়কের পাশে নিয়মিতই মালবাহী কনটেইনার ও বড় ট্রাক পার্কিং করা হচ্ছে। যে কারনে প্রতিদিনই পৌরসভার ভাজনামহল এলাকার আকিজ প্লাষ্টিক ফ্যাক্টরীর সামনে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের পাশে বিশাল আকৃতির এসব গাড়ি দাড় করিয়ে রাখায় স্থানীয় পথচারী, শিক্ষার্থীসহ এলাকার জনসাধারন প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন।
ফ্যাক্টরির সামনে রাস্তার দুই পাশে একাধিক ভারী কনটেইনার ও ট্রাক সারিবদ্ধ ভাবে দাড় করিয়ে রাখায় রয়েছে। পার্কিং করা গাড়ি গুলো রাস্তার অর্ধেকেরও বেশি অংশ দখল করে রাখায় গতকাল সোমবার সকালে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সড়কের দু’পাশে অসংখ্য গাড়ি আটকা পড়ে বড় যানজটের সৃষ্টি হয়। পরে আকিজ প্লাষ্টিক ফ্যাক্টরীর নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় দেড় ঘন্টা পর সড়কটি যানজট মুক্ত হলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা বলছেন, কোম্পানির ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলেও সেখানে ট্রাক ঢুকতে দেওয়া হয় না, যার ফলে রাস্তায় যানজট লেগে থাকে ঘন্টার পর ঘন্টা। পথচারী স্থানীয় এলাকার বাসিন্দা মো. মাহমুদ আলম, মিজানুর রহমান বলেন, এই রাস্তায় বড় ট্রাক ও কনটেইনার দাঁড়ালেই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে স্থানীয় স্কুলের ছাত্র-ছাত্রী, অফিসগামী মানুষ সবাই ভোগান্তিতে পড়েন। সড়কে এই জন দূর্ভোগ লাগবে স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাক চালক বলেন, আমরা ফ্যাক্টরিতে পণ্য নিয়ে আসি। কিন্তু গেটে ঢোকার অনুমতি পেতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। তখন বাইরে রাস্তায় ট্রাক দাড় করিয়ে রাখার ছাড়া আর কোন উপায় থাকে না। আকিজ ফ্যাক্টরির ভেতরে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) সাইফুল ইসলাম বলেন, এই গাড়ি গুলো আমাদের কোম্পানির নয়। এ গুলো মালামাল আমাদের কোম্পানীতে নিয়ে আসে। আমরা ভিতরে ঢুকতে অনুমতি না দিলে গাড়ি চালকরা বাইরে রাস্তায় উপর দাড় করিয়ে রেখে দেয়। এতে আমাদের কিছু করার থাকে না।
এবিষয় জানতে চাইলে আকিজ ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তা (এডমিন) মো.স্বাধীন জানান, বাহিরে রাস্তায় গাড়ী দাড়িয়ে থাকে এবিষয়টা আমি জানি না। সড়কের উপর ট্রাক রেখে যানজট সৃষ্টি করা কোনো ভাবেই কাম্য নয়। আমরা বিষয়টির খোজ-খবর নিয়ে দেখছি।
ছাতক ট্রফিক পুলিশের দায়িত্বে থাকা টিএসআই মো.দৌলত খান বলেন, আমাদের ট্রাফিকের লোকবল খুব কম। আমরা মুলত ছাতক-সিলেট সড়কে দায়িত্ব পালন করি। এছাড়াও ছাতক-আইন্দারগাঁও ভায়া জাউয়াবাজার সড়কের যানজটের বিষয়ে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ