শিরোনাম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করে  পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বেগম খালেদা জিয়া
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি।

রিপোটারের নাম / ২৬৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : “একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে– এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কমসূচির আয়োজন করা হয়।

 

কর্মসূচিতে শুধু বৃক্ষরোপণই নয়, বরং জনগণকে গাছ লাগানোর নিয়ম, পরিচর্যার কৌশল ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। এবং সবাইকে অন্তত পক্ষে একটি করে হলেও গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়।

 

উক্ত অনুষ্ঠানে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন বলেন”জীবন বাঁচানোর মতোই প্রকৃতি বাঁচানো আমাদের দায়িত্ব। একটি গাছ শুধু ছায়া দেয় না, এটি ভবিষ্যতের জন্য আশার প্রতীক। বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের মানবিকতারই অংশ।

 

মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক”রক্তদান যেমন জীবন রক্ষা করে, তেমনি বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন সঞ্চয় করে। আমরা সবাই মিলে মানবতা ও প্রকৃতির জন্য কাজ করে যাব।”

 

উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন আরও উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি রেজাউল মোস্তফা, সহ-সভাপতি মোস্তফা মোরশেদ শ্রেয়াস,আইসিটি মিডিয়া প্রধান নাদিম শেখ, সাংগঠনিক সদস্য রাকিব আল হাসান,ইসরাত জাহান নাঈমা,ফারহানা আক্তার নওরিন,তাবাসসুম ইসমাত তারিন,স্নেহা গুহ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ