শিরোনাম
পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায়
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

শুকুন্দী ইউনিয়নে ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

রিপোটারের নাম / ২৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : শুকুন্দী ইউনিয়ন ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের উদ্যোগে এলাকার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে ঈদের খুশি ফিরিয়ে আনতে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

 

এই ঈদ উপহার কর্মসূচিতে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, দুধসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। উপস্থিত অসহায় মানুষদের মুখে ছিল তৃপ্তির হাসি ও সন্তুষ্টি।

 

ইমাম-ওলামা ও ত্বলাবা পরিষদের সভাপতি মুফতি লুৎফুর রহমান ফরায়েজী জানান, “আমরা চেয়েছি সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, যেন তারা ঈদে একটু হলেও আনন্দ উপভোগ করতে পারে। ইসলাম আমাদের শিখিয়েছে দান ও সহানুভূতির মাধ্যমে সমাজ গড়ে তুলতে।”

 

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক মাওলানা আশরাফ আলী যুক্তিশাহী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় মসজিদের ইমামগণ, মাদরাসার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই এই মহৎ কার্যক্রমকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্থানীয়রা বলেন, “এমন উদ্যোগ সমাজের দরিদ্র মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা আশা করি, প্রতিবছর এমন আয়োজন আরও বিস্তৃত হবে।”

 

উল্লেখ্য, ঈদুল আযহা উপলক্ষে এই কার্যক্রমটি ঈমানী ও মানবিক দায়িত্ববোধ থেকে পরিচালিত হয়, যাতে সমাজের প্রত্যেক শ্রেণির মানুষ ঈদের আনন্দে শরিক হতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ