শিরোনাম
নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ! 
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন

ময়মনসিংহ ফুলবাড়ীয়ায় বনাঞ্চলে আগুন

রিপোটারের নাম / ১৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

 

আবুল কালাম আজাদ , ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর সংরক্ষিত বনাঞ্চলের শাল গজারি বনে আগুনে পুড়ে গেছে বিলুপ্ত জাতের গল্লা বেতসহ আরও অনেক বনজ গাছ। ভরদুপুরে বনে এমন অগ্নিকাণ্ডে হতবাক স্থানীয়রা। গত সোমবার ৩১ মার্চ ২৫ বিকালে বনবিট অফিসের কাছেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর বন বিভাগের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়নি বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিট কর্মকর্তা। শালবনের ভেতর প্রায় এক একর জায়গা জুড়ে লাগানো বেত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ বন বিভাগের গুরুত্বহীনতায় এ ঘটনা ঘটেছে। এর আগে ঈদের কয়েকদিন আগে ময়মনসিংহের ভালুকার সংরক্ষিত বনাঞ্চলের প্রায় তিন একর বনভূমির গাছপালা ও বেত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

সন্তোষপুর বনবিট অফিসার মোঃ এমদাদুল হক বলেন, সুফল প্রকল্পের অর্থায়নে রোপিত এ এন আর প্রকল্পে টহলকালীন আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমি ও আমার স্টাফরা মিলে উপস্থিত লোকজনের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সন্তোষপুর গ্রামের হাসিবুল হাসান বলেন, ‘বনবিটের সামনে শালবনে এমন আগুন লাগার বিষয়টি দুঃখজনক, এমন ঘটনার পর খবর পেয়ে আমরা সবাই মিলে এই আগুন নিয়ন্ত্রণে আনি।’ কেউ হয়তোবা গজারি গাছের শুকনো পাতায় আগুন ধরিয়েছে নতুবা সিগারেটের আগুন থেকে আগুন লেগে গাছগুলো পুড়েছে। সংরক্ষিত বনে শর্ত সাপেক্ষে জনসাধারণের প্রবেশাধিকারের নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে বনজ সম্পদ বিনষ্টসহ বন্যপ্রাণী হুমকিতে পড়তে পারে বলেও তিনি জানান। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রোকনুজ্জামান জানান, বন বিভাগ ঘটনার বিষয়টি আমাকে জানিয়েছে, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।


এই ক্যাটাগরির আরো সংবাদ