শিরোনাম
নগরফুল ও ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস-এর উদ্যোগে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ, হেলথ ক্যাম্প ও পিঠা উৎসব অনুষ্ঠিত পাটগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়, আনোয়ারুল ইসলাম রাজু’র অংশগ্রহণ সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ! 
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

সাবেক খাদ্যমন্ত্রী সাধনের বিরুদ্ধে ৮২বিঘা জমি দখলের অভিযোগ

রিপোটারের নাম / ১৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার ও তার দোসরদের বিরুদ্ধে ৮২বিঘা জমি দখলের অভিযোগ করে নওগাঁর  পোরশায় সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। ২০১৪সালে এমপি থাকা অবস্থায় ক্ষমতার জোরে সাধন মজুমদারের নির্দেশে তার দোসর পোরশা সদরের নজরুল ইসলাম গংদের দিয়ে জমির মালিক আসাদের ওয়ারিশদের বাড়ির খলায় রাখা ৮২বিঘা জমির পালার ধান জোর করে মেড়ে নিয়ে যায়। এবং জমিগুলো তখন থেকে তারা দখলে নিয়ে নেয়। সে সময়ে বিভিন্ন জাগায় অভিযোগ ও মামলা করেও কোন প্রতিকার পাননি ভুক্তভোগীরা। গত ৫আগষ্টে সরকার পরিবর্তনের পর আসাদের পরিবার ঐ জমিগুলো দখলে নেন এবং চলতি মৌসুমে বোরো ধান রোপণ করেন। কিন্তু গত ১সপ্তাহ পূর্বে নজরুল গংরা ঐ জমিতে কীটনাশক দিয়ে ধানগুলো মেরে ফেলেছেন বলে অভিযোগ করেন জমির মালিক আসাদের পরিবার। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভুক্তভোগী পরিবার আসাদ শাহ্ এর নাতি ইসমাইল হোসেন পোরশা সদরে তার বাড়িতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন লিখিত বক্তব্যে বলেন, জমিটি পোরশা উপজেলার সুহাতী মৌজায়। যার খতিয়ান নং ৬৫। জেএল নং ২১৩। খতিয়ানে ৩টি দাগে মোট জমি রয়েছে ২৭একর ৪৯শতাংশ। আরএস রেকর্ড আসাদ শাহ্ নামে রয়েছে। আসাদ শাহ্ আমার আপন দাদা। দাদা মৃত্যুর পর আমার বাবা-চাচারা ওয়ারিশ সূত্রে মালিক। প্রতি বছর আমার বাবা-চাচারা জমিগুলোর খাজনা দিয়ে থাকেন। দাদার আমল থেকেই ঐ জমিগুলো আমরা ভোগ দখল করে আসতাম। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন মজুমদার ও তার দোসর নজরুল গংরা আমাদের জমিগুলো ২০১৪সালে দখল করে নেয়। এমনকি আমাদের বাড়ির বাইরে খলায় রাখা পালা থেকে জোর পূর্বক ধান মেড়ে নিয়ে যায়। সে সময়ে তাদের ক্ষমতা থাকায় আমরা বিভিন্ন জাগায় অভিযোগ ও মামলা করেও কোন প্রতিকার পাইনি। গত ৫আগষ্ট সরকার পরিবর্তনের পর আমরা ঐ জমিগুলো দখলে নিয়ে নেই এবং চলতি মৌসুমে বোরো ধান রোপণ করি। কিন্তু গত সপ্তাহে আওয়ামী লীগের দোসর নজরুল গংরা আমাদের জমিতে রোপণ করা ধানগুলো বিষাক্ত কীটনাশক দিয়ে মেরে ফেলেছে। শুধু তাই নয় জমিগুলো তারা আবারো দখল করার পায়তারা করছে বলেও তিনি তার লিখিত বক্তব্যে বলেন। সংবাদ সম্মেলনে জমির মালিক মৃত আসাদ শাহ্ এর ছেলে সাঈদ শাহ্, তৈয়ব শাহ্, মোস্তফা শাহ্ , আব্দুর রশিদ শাহ্ সহ মৃত আসাদ শাহ্ এর সকল ওয়ারিশগণ উপস্থিত ছিলেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ১৯২১সালের একটি দলিল মূলে ঐ জমিগুলো ওয়াক্ফ সম্পত্তি। আমরা আরএস রেকর্ড সংশোধনের জন্য ২০০৫সালে আদালতে মামলা করেছি। তবে এখনও কোন রায় হয়নি বলেও তিনি স্বীকার করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ