আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ , মনোহরদী প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-০৪ (মনোহরদী-বেলাবো) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের সমর্থনে এক ঐতিহাসিক মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। হাজারো মোটরসাইকেলের গর্জনে প্রকম্পিত হয়েছে মনোহরদী ও বেলাবোর জনপদ, রাস্তায় নেমে আসা জনস্রোত প্রমাণ করেছে – পরিবর্তনের দাবিতে মানুষের আকাঙ্ক্ষা এখন তুঙ্গে।
জনতার ঢল, পরিবর্তনের অঙ্গীকার
আজ (৩ এপ্রিল) সকাল ৯ঘটিকায় মনোহরদী উপজেলার কেন্দ্রস্থল থেকে শুরু হয়ে বেলাবো উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও জনবহুল এলাকায় চূড়ান্তভাবে ছড়িয়ে পড়ে এই শোডাউন। হাজারো সমর্থক জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেন চারপাশ। “ইসলামী শাসন ব্যবস্থা চাই”, “জনগণের মুক্তির সংগ্রাম চলবেই”—এমন দৃঢ় প্রত্যয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
নেতার সাহসী ঘোষণা: “এবারের লড়াই জনগণের অধিকার প্রতিষ্ঠার”
শোডাউনের শুরুতে এক সংক্ষিপ্ত ভাষণে মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, “এটা শুধু নির্বাচনী লড়াই নয়, এটা হলো জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াই। ইনশাআল্লাহ, ইসলাম ও ন্যায়বিচারের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
তিনি আরও বলেন, “দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত করতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো—এটাই আমার প্রতিশ্রুতি।”
এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: এত বিশাল পরিসরে মোটরসাইকেল শোডাউন এর আগে এই এলাকায় দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসায়ী, শিক্ষার্থী, যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ শোডাউনে অংশ নেন। অনেকেই রাস্তায় দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান, কেউবা মোবাইল ক্যামেরায় বন্দী করেন এই ঐতিহাসিক মুহূর্ত।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই শোডাউন নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য এক কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে। সাধারণ জনগণের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে—নরসিংদী-০৪ আসনে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে।
এখন শুধু অপেক্ষা ভোটের দিনের, যখন প্রকৃত রায় দেবে জনগণ—বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে।