শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডে উজ্জ্বল ছাতকের কন্যা উম্মে ফাতেমা স্পিহা-জাতীয় মঞ্চে ছনখাইড় কন্যার অনন্য সাফল্য কওমী মাদ্রাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন কালিহাতীতে শিয়ালের আকস্মিক হামলায় বৃদ্ধা গুরুতর আহত, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

মনোহরদীর পৌর এলাকায় জামায়াত ইসলামী’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৪৩৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী পৌর শাখার উদ্যোগে গতকাল রবিবার (৮ জুন) ঈদ-উল-আযহা উপলক্ষে মনোহরদী বাসস্ট্যান্ডের জামায়াত অফিসে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মনোহরদী পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি, মনোহরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির ও মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান নূর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোঃ সানাউল্লাহ।

 

প্রধান অতিথি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন— “ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠার পথ সহজ নয়, তবে আল্লাহর সাহায্য, জনগণের ভালোবাসা ও দোয়ার মাধ্যমে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। এই ঈদ পুনর্মিলনী প্রমাণ করে আমাদের এই পথচলায় সাধারণ মানুষের আস্থা ও সম্পৃক্ততা ক্রমেই দৃঢ় হচ্ছে। এ মিলনমেলা আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি দায়িত্ববোধকে আরও জোরদার করেছে।”

 

বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজব্যবস্থা কায়েমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল শৃঙ্খলাপূর্ণ, হৃদয়ছোঁয়া এবং উৎসবমুখর পরিবেশে ভরপুর।


এই ক্যাটাগরির আরো সংবাদ