শিরোনাম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে আটকে থাকা শিশু সাজিদকে উদ্ধারের  কাজ এখনো চলছে। পাটগ্রামে রাস্তার মাঝে গাছ রেখেই  পিচ ঢালাই ও কার্পেটিং , দুর্ঘটনার আশঙ্কা । সেচ্ছাসেবীদের নিয়ে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ চেক-আপ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনা আবারও চরমে উঠেছে। আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসবে।
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

চন্দনাইশে যুবলীগ নেতার বিরুদ্ধে অপ-প্রচার ও মিথ্যা সংবাদ পরিবেশন করায় সংবাদ সম্মেলন 

রিপোটারের নাম / ৪৯৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদকঃ চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল আলমের বিরুদ্ধে অপ-প্রচার ও ফেসবুক চ্যানেলে মিথ্যা সংবাদ পরিবেশন করায় সংবাদ সম্মেলন করেছেন কাঞ্চনাবাদ ইউনিয়ন যুবলীগ ১৩ মে বিকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল আলম। তিনি বলেন জামাত-বিএনপি-এলডিপি সমর্থিত কুচক্রি মহল তার সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডে ঈর্শ্বান্বিত হয়ে ২০২২ সালে আবদুর রহিমের দায়ের করা মারামারির মামলায় তিনি আসামী, সাক্ষী ও নয়। তিনি ইউনিয়ন যুবলীগের দায়িত্ব পালনের পাশাপাশি রওশন হাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, মমতাজিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক, রওশন হাট জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি, মমতাজিয় এতিমখানার অর্থ সম্পাদকসহ বিভিন্ন প্রতিষ্টানে জড়িত রয়েছে। মহলটি তার সম্মান ক্ষুন্ন করতে সিএসটিবি-২৪ নামীয় একটি ফেসবুক চ্যানেলে তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করায় তিনি এ সংবাদ প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় তিনি আদালতের আশ্রয় নিবেন

বলে জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগ নেতা জহির আহমদ, আওয়ামী যুবলীগ নেতা যথাক্রমে মো. হোসেন, নজরুল ইসলাম, মো. নুরুল আলম, মো. সরওয়ার কামাল, মাহাবুব আলম মুরাদ মো. মহিউদ্দিন (রবিন), রওশনহাট শাহী জামে মসজিদের আব্দুল মোনাফ, মো. আরিফ হাসান, রওশনহাট বাজার সমিতির মো. সাইফুদ্দিন, মো. মহিউদ্দিন, মো. সুমন রানা, সাইফুদ্দিন, মো. জালাল আহমদ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ