শিরোনাম
ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের ৫৯ জন এমপির আহ্বান ইসরায়েলি বাহিনীর  হামলায় ১১০ জন ফিলিস্তিনি নিহত সাকিবকে জাতীয় দলের জার্সিতে মিস করছেন ভক্তরা। রাজসাক্ষী হওয়ায় শর্ত সাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি চুয়েটে ইউআরপি বিভাগের “বিদায় ও বরণ” অনুষ্ঠান সম্পন্ন পরিবেশের ভারসাম্য সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পরিবেশ বিপন্ন হলে মানবাধিকার বিপন্ন হবে : অ্যাটর্নি জেনারেল পোরশা উপজেলার অধিন গাংগুরিয়া থেকে কাদিপুর ১ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা।  ফেনীতে বন্যায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি ।
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

 

ছাতকে ব্যবসায়ীদের টাকা নিয়ে উদাও জগন্নাথ দাস নামে এক প্রতারক

সাকির আমিন, ছাতকঃ / ২১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বাগবাড়ি মহল্লার ডা.আফছার উদ্দিনের বাড়ির সামনে বাসস্ট্যান্ডের কাছে খালি যায়গা ভাড়া নিয়ে একটি টিনসেড দোকান নির্মান করে জগন্নাথ দাস নামে এক প্রতারক।এখানে একটি ফার্নিচারের দোকান খোলে শহরের বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে নানা প্রলোভন দেখিয়ে টাকা নিত জগন্নাথ দাস। কারও কাছ থেকে মালামাল আবার কারও কাছ থেকে টাকা ধার নিয়ে আর ফেরত দিত না জগন্নাথ দাস। এমনকি কয়েকটি ব্যাংক থেকে ও টাকা তোলে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ রয়েছে জগন্নাথের বিরুদ্ধে। যায়গার মালিক ডা. আফছার উদ্দিন জানান আট হাজার টাকা মাসিক ভাড়া নির্ধারন করে এক বছর দুই মাস দশ দিনে ১ লক্ষ ৪৪ হাজার ৬শ ৬৬ টাকা ভাড়া বাবত পাওনা এবং আমার কাছ থেকে সরল বিশ্বাসে হাওলাত নিয়েছে আরও ৩০ হাজার টাকা। এসব টাকা চাইলে সংখ্যা লঘু সম্প্রদায়ের মাধ্যমে আমাকে হেন্স্ত করে সেনাবাহিনীর কাছে যাবে বলে ভয় ভিতি দেখায় জগন্নাথ। তাই আমি আমল গ্রহনকারি জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ছাতক সুনামগঞ্জে একটি সি আর মামলা দায়ের করি। আশা ব্যাংক ছাতক শাখার অফিসার ভানুলাল জানান আমাদের শাখা থেকে এক লক্ষ টাকা ঋন নিয়ে মাত্র তিন কিস্তি পরিশোধ করে বাকি টাকা নিয়ে উধাও রয়েছে জগন্নাথ। ফোন দিলে কখনো ফোন ধরেনা।গাছ ব্যবসায়ী জুয়েল জানান আমি বিশ হাজার টাকা পাই থানায় গিয়ে এক মাসের মধ্যে দেওয়া কথা থাকলেও
তিন মাস ধরে টাকা না দিয়ে এখন তার খোঁজ পাচ্ছি না। সে আমার টাকা নিয়ে পালিয়েছে। এভাবে অনেক ব্যবসায়ীরা প্রতারনার শিকার হয়ে জগন্নাথে দাসকে খোজ ছেন। এব্যাপারে অভিযুক্ত জগন্নাথ দাসের সেল ফোনে কল দিলে এ প্রতিবেদকের ফোন ধরেনি জগন্নাথ দাস।


এই ক্যাটাগরির আরো সংবাদ