শিরোনাম
চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত।
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

তালার দেওয়ানীপাড়ায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন সাবেক এমপি হাবিব

জহর হাসান সাগর / ৩০৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

 

জহর হাসান সাগর , সাতক্ষীরা প্রতিনিধি : কৃষকের বোর ধান চাষের জন্য পানি সরানোর ব্যাবস্থার করা হবে তালার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানিপাড়া গ্রামে ২৫০জন বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি বলেন, বর্তমান অতি বৃষ্টির কারণে তালা উপজেলার অধিকাংশ জায়গা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্যা প্লাবিত অঞ্চলের কৃষকেরা যাতে দ্রুত ফসল উৎপাদন করতে পারে তার জন্য নানান পদক্ষেপের মাধ্যমে পানি অপসারণের ব্যাবস্থা এবং বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যাবস্থা করার আহ্বান করেন। যেসব এলাকায় জলাবদ্ধতার কারণে বোরো চাষের না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেসব এলাকার কৃষকরা যাতে বোরো চাষ করতে পারে সে জন্য আগামী ১ মাসের মধ্যে পানি সরানোর ব্যবস্থা করা হবে।

শনিবার (২৬শে অক্টোবর) বেলা ২টায় তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ও আব্দুল মান্নান মোড়ল মিঠুর সৌজন্যে দেওয়ানিপাড়া বাজারে ২ নং ওয়ার্ডের ২৫০ শত জন বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

উক্ত বিতরণী অনুষ্ঠানে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা,যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, যুগ্ম-আবায়ক সাইদুর রহমান সাইদ,সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু।

তালা উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন এর সঞ্চালনায় এছাড়া উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশিদুল হক রাজু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,ছাত্রদলের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা মেহেদী হাসান সাগর, তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমএম জাহাঙ্গীর আলম সবুজ,তালা সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সরদার কামরুল ইসলাম,সাবেক ছাত্র নেতা খাঁন নাজমুল হুসাইন সহ তালা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রী হিসাবে চাউল,ডাউল,পেঁয়াজ,আলু ইত্যাদি প্যাকেজ দেওয়া হয়েছে।

এসময় প্রধান অতিথি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গেলো ৫ ই আগষ্ট শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে ছাত্রদের জীবনের বিনিময়ে এবং তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে সরকার গঠন করেছে আমরা এদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়ে অর্ন্তবর্তী সরকারকে উদ্দ্যেশ্যে করে বলেন, গণতন্ত্রের জন্য প্রথম এবং প্রধান কাজ অবাধ এবং সুষ্ঠ নির্বাচন।তাই বর্তমান সরকারের কাছে অতি দ্রুতই সংষ্কার কার্যক্রম শেষ করে নির্বাচনে দাবি করেন।১৫ বছর ধরে এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এদেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রুত সম্ভব ভোটের ব্যবস্থা করুণ।


এই ক্যাটাগরির আরো সংবাদ