শিরোনাম
ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্বণ’ । বাক প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীসহ শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন ইউএনও ডিপ্লোমেসি চাকমার মুসাব্বির কে হত্যা করায় জামালপুর জেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সাধারণ সম্পাদক মো. সবুজ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

২-১ গোলে জিতে শীর্ষে উঠেছে লিভারপুল।

রিপোটারের নাম / ৩০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : আর্সেনাল-সিটির মতো শনিবার হারের হতাশায় পুড়তে পারত লিভারপুলও। ব্রাইটনের বিপক্ষে এদিন শুরতেই গোল খেয়ে বসেছিল অলরেডসরা।তবে বাকিরা না পারলেও এদিন দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়েই মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা।

 

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লীগের শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল।ফের্দি কাদিওলু ব্রাইটনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি গাকপো। এরপর নিখুঁত এক ফিনিশে ব্যবধান গড়ে দেন সালাহ।

 

এই জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল

 

এদিন ১৪ তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

একাধিক বিফল আক্রমণের পর বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে।

 

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতেই। বিরতির পর প্রথম ১০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায় অলরেডসরা। আলেক্সিস মাক আলিস্তেরের হেড ও সালাহর শট ঠেকান ভেরব্রুখেন, আর নুনেস দূরের পোস্টে শট নিতে ব্যর্থ হন।

 

তবে সফলতা আসে দ্রুত। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

 

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।

 

১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে


এই ক্যাটাগরির আরো সংবাদ