শিরোনাম
চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মহেশপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন।  মহেশপুরে প্রত্যন্ত অঞ্চলের নারী ও শিশুদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায় 
বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

২-১ গোলে জিতে শীর্ষে উঠেছে লিভারপুল।

রিপোটারের নাম / ২৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : আর্সেনাল-সিটির মতো শনিবার হারের হতাশায় পুড়তে পারত লিভারপুলও। ব্রাইটনের বিপক্ষে এদিন শুরতেই গোল খেয়ে বসেছিল অলরেডসরা।তবে বাকিরা না পারলেও এদিন দারুণ প্রত্যাবর্তনে জয় নিয়েই মাঠ ছেড়েছে মোহাম্মদ সালাহরা।

 

অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লীগের শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লিভারপুল।ফের্দি কাদিওলু ব্রাইটনকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি গাকপো। এরপর নিখুঁত এক ফিনিশে ব্যবধান গড়ে দেন সালাহ।

 

এই জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল

 

এদিন ১৪ তম মিনিটে পিছিয়ে পড়ে লিভারপুল।

একাধিক বিফল আক্রমণের পর বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে।

 

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের হাতেই। বিরতির পর প্রথম ১০ মিনিটে তিনটি ভালো সুযোগ পায় অলরেডসরা। আলেক্সিস মাক আলিস্তেরের হেড ও সালাহর শট ঠেকান ভেরব্রুখেন, আর নুনেস দূরের পোস্টে শট নিতে ব্যর্থ হন।

 

তবে সফলতা আসে দ্রুত। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

 

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।

 

১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে


এই ক্যাটাগরির আরো সংবাদ