এইচটি বাংলা ডেস্ক : চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়ীয়া কুতুব বাড়ি হযরত শাহসূফী সৈয়্যদ মাওলানা কুতুব শাহ(রহঃ)’র বাষিক ওরশ শরীফ উপলক্ষ্যে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) মাহফিল মাজার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মাজার প্রাঙ্গণে আলহাজ্ব অলি আহমদ সওদাগর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে ত্বকরীর পেশ করবেন চট্টগ্রাম উরকিরচর মুহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল-কাদেরী। বিশেষ বক্তা হিসেবে ত্বকরীর পেশ করবেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোকাম্মেল হক আল- কাদেরী। এতে সকলের প্রতি দ্বীনী দাওয়াত রহিল।