শিরোনাম
৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮ ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

ইসলামী ব্যাংক এজেন্ট সানা এন্টারপ্রাইজে কোটি টাকা আত্মসাৎ তালায় গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন

রিপোটারের নাম / ১৭৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

জহর হাসান সাগর সাতক্ষীরা প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পাইকগাছা শাখার অধীনস্থ তালা উপজেলার সানা এন্টারপ্রাইজ এজেন্ট আউটলেটে কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। এ ঘটনায় সোমবার (৩ জুন) সকাল ১১টায় তালা বাজারস্থ সানা এন্টারপ্রাইজ ও ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা।

 

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান, ম্যানেজার মোঃ তরিকুজ্জামান, এবং কর্মচারী মোঃ মুজাহিদুল ইসলাম (সুমন) ও মোঃ ইয়াছিন বিশ্বাস বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে হজ্বের টাকা, এতিমের টাকা, প্রবাসী আয়, জমি বিক্রির অর্থ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রতিবন্ধীদের জমানো অর্থসহ লক্ষ লক্ষ টাকা গ্রহণ করে তা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

 

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, “আমরা বিশ্বাস করে ইসলামী ব্যাংকের এজেন্ট সানা এন্টারপ্রাইজে টাকা জমা দিয়েছিলাম। এখন দেখছি আমাদের টাকার কোনো অস্তিত্ব নেই। এটা একটা চরম প্রতারণা।”

 

এ সময় ভুক্তভোগী শেখ নজরুল ইসলাম জানান, “আমার প্রতিবন্ধী মেয়ে লিয়া’র ভবিষ্যতের কথা চিন্তা করে তার নামে ১০ লক্ষ টাকা রেখেছিলাম। সেই অর্থটিও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “ভুক্তভোগী গ্রাহকরা একত্রিত হয়ে যে হিসেব পেয়েছি, তাতে মোট ১ কোটি ২৫ লক্ষ ৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে এই হিসেবের বাইরেও আরও অনেক ভুক্তভোগী রয়েছেন।”

 

বক্তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, আত্মসাৎকৃত অর্থ ফেরত, এবং ব্যাংকের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এমন প্রতারণা প্রতিরোধে কঠোর তদারকির আহ্বান জানানো হয়।

 

এ বিষয়ে ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ