নাম-শিরিন আক্তার, পিতার নাম-মো: দীন ইসলাম, মাতার নাম-রহিমা খাতুন, গ্রাম -নিতারকান্দি,ডাকঘর- বাজিতপুর, উপজেলা-বাজিতপুর,জেলা- কিশোরগঞ্জ।
সে গত-০৫.০৪.২০২৫ তারিখে নিজ বাড়ি হইতে নিখোঁজ হয়ে যায়, তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না,তাকে খুঁজে না পেয়ে তার পরিবার নিকটবর্তী থানায় গিয়ে লিখিত অভিযোগ করে।
মেয়েটি বাক প্রতিবন্ধী, মেয়েটি গায়ের রং শ্যামলা, মেয়েটি পড়নে ছিলো বেগুনি কালারের জামা,দুই হাতে দুইটি ব্যাসলাইট,কাদে ১টি ব্যাগ ছিলো,মেয়েটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বৎসর হবে। যদি কোন হৃদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেয়ে থাকেন, নিম্ন মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে বিনীতভাবে।
#ঠিকানা -নিতাকান্দি বঙ্গবন্ধু সরকারি, মাধ্যমিক বিদ্যালয়ের সামনে।
মোবাইল নং :
০১৬৪৮-৬৬৯০৪৬,০১৯৫৯-১৬৫৭১৫।