ইমতিয়াজ উদ্দীন, প্রতিনিধি: শনিবার, ০৬ এপ্রিল সংগঠনের অফিসিয়াল পেইজে পোস্ট করে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত বলেন- গাজা ফিলিস্তিন ইয়েমেনে সন্ত্রাসী রাষ্ট্র আমেরিকার খুনি ট্রাম্প অবৈধ ইহুদীরাষ্ট্র খুনি নেতানিয়াহু খুনি চক্রের ব্যাপক গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিপন্ন গাজাবাসীর বিশ্বব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের আহ্বানের সাথে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব world humanity revolution একাত্মতা প্রকাশ করছে।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী সকল ধর্মের সকল মতপথের সকল মানবিক মানুষকে একক ধর্মের নামে ধর্মের মানবিক শিক্ষার বিপরীত হিংস্র খুনি সাম্প্রদায়িক রাষ্ট্র ও মানবতাবিরুদ্ধ একক বস্তুবাদি জাতীয়তাবাদি পাশবিক রাজনীতি বর্জন করে সব ধর্মের সব মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার ভিত্তিক বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে মানবতার রাজনীতির বিপ্লব ইনসানিয়াত বিপ্লব humanity revolution গড়ে তোলার আকুল আবেদন জানাচ্ছি।