শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গা সরোজগঞ্জে পিকআপের ধাক্কায় ১ শ্রমিকের মৃত্যু: আহত ২

রিপোটারের নাম / ৩০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 

সাজিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহা সড়কের সরোজগঞ্জ তেতুল শেখ কলেজের সামনে পিক আপের ধাক্কায় সারজেত নামে এক লেবার শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে, এবং ২ লেবার শ্রমিক গুরুত্ব আহত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডাদহ গ্রামে রিয়াজ উদ্দীনের ছেলে দিন মুজুরী লেবার শ্রমিক সারজেত (৪২) মর্মান্তিক মৃত্যু হয়েছে, এবং একই গ্রামের মৃত আজফ আলীর ছেলে কালু (৩৫) ও শরফুদ্দির ছেলে শাহার (৩২) আলী নামে দুই জন গুরুত্ব আহত হয়। তারা প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার সকালে পাখিভ্যান যোগে জীবিকা নির্বাহ জন্য বাড়ির থেকে ডাকবাংলা উদ্দেশ্য রওনা হলে, সরোজগঞ্জ বাজারে তেতুল শেখ কলেজের সামনে পথিমধ্যে অপর দিক থেকে ছেড়ে আসা পিক আপের সাথে পাখি ভ্যানে মুখোমুখি সংঘর্ষ হলে পিক আপের চাকায় পৃষ্ঠ হয়ে মাথায় ও মুখে মারাত্মক আঘাত লাগে সারজেতের। পরে পথচারী ও স্হানীয় লোকজন মিলে সারজেত, কালু ও শাহার আলীকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করলে কর্মরত চিকিৎসক সারজাতের মৃত বলে ঘোষণা করেন।

 

অপর দিকে জানা গেছে, গত ২৬ শে অক্টোবরে একই দিনে ও একই স্থানে বড় ভাই কামাল হোসেন বাসের চাকায় ঘটনাস্থলে পৃষ্ট হয়ে মারা যান। এ দুই ভায়ের মৃত্যু ঘটনায় নিহত পরিবারের নেমে আসে শোকের ছায়া। নিহত সারজেতের লাশ ময়না তদন্ত শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে বাদ আসর দাফন কাফন সম্পুন্ন করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ