শিরোনাম
রবীন্দ্রনাথ ঠাকুরের  মানবতাবাদ ও ভাববাদী দর্শন রাজশাহীর ২ সাবেক চেয়ারম্যানের দেশ ত্যাগে নিষেধ  বেপরোয়া কিশোর গ্যাং মরহুম দুলাল পুত্রের লেখাপড়ার দায়িত্ব নিলেন ‎সৈয়দ হারুন ফাউন্ডেশন  আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম বন্দরে তিন বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ আসছে : আশিক চৌধুরী। তালায় ঐহিত্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত সেনাপ্রধানের সাথে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশে এর সৌজন্য সাক্ষাৎ মেধাবীদের সাইকেল উপহার দিলেন রাজশাহীর জেলা প্রশাসক দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা জোর দিতে  নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন

 

ছাত্র সমাজই আগামীর নেতৃত্ব দিবে :  মুফতি মোজাম্মেল হক সালেহী

রিপোটারের নাম / ২২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী প্রতিনিধি :  দারুননাজাত তাখসীসি মাদরাসায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ তাখসীসি শাখার মে/২০২৫-এর মাসিক সাধারণ সভা।

 

সভায় সভাপতিত্ব করেন তাখসীসি শাখার হিযবুল্লাহ সভাপতি মুফতি মোজাম্মেল হক সালেহী। তিনি তাঁর উক্তিতে বলেন: “ছাত্র সমাজই একটি জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থী আগামী দিনের নেতা। বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন, একটি আদর্শের নাম।”

 

তিনি আরও বলেন,“আমাদের প্রতিটি সদস্য যেন আদর্শবান, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হয়ে উঠতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। ইসলামি নেতৃত্ব গড়ার কাজে ছাত্রদের ভূমিকা অপরিহার্য। এই প্ল্যাটফর্ম থেকে আদর্শ নেতৃত্ব বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।”

 

বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন দারুননাজাত তাখসীসি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা শরীফ হোসাইন ও সহকারী শিক্ষক মোঃ শেখ সালেহ নুরুজ্জামান।

 

সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম উসমান গণি।

 

সভায় দারুননাজাত শাখার নেতৃবৃন্দসহ শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা হয় সাংগঠনিক গঠন, আগামী মাসের কার্যক্রম, সদস্যদের দায়িত্ব বণ্টন, এবং দ্বীনি ও নৈতিক উৎকর্ষ নিয়ে।

 

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে ও অত্যন্ত হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ