শিরোনাম
তালায় উপজেলার উন্নয়নকল্পে সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সুনীল চৌধুরীকে সাথে নিয়ে সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন অধীরের আজারবাইজানের সঙ্গে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা। ডিইপিজেড বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায়  সব কারখানার উৎপাদন বন্ধ। আজ দুঃসহ স্মৃতিময় ভয়াল ২৯ এপ্রিল। মনোহরদীতে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট  রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কোনও কিছুই বাস্তবায়ন হবে না : প্রধান নির্বাচন কমিশনার রইস উদ্দিনকে নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত  রাজশাহী অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় খাবার কালাই রুটি অশুভ শক্তিকে প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

 

তালায় উপজেলার উন্নয়নকল্পে সাংবাদিক ও সুধীজনের মতবিনিময়

রিপোটারের নাম / ৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ঐক্যবদ্ধ তালা উপজেলার উন্নয়নকল্পে সাংবাদিক ও সুধীজনের সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ শে এপ্রিল) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিয়ম সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান,তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়তে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী,তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য বিএম বাবলুর রহমান, পার্থ প্রতিম মন্ডল, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন,সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ,পাটকেলঘাটা প্রেসক্লাবের একাংশ সাধারণ সম্পাদক ইয়াছিন আলী সরদার,সহ-সভাপতি নাজমুল হক খান, অপরকাংশ সভাপতি হাসানুর রহমান হাসান, সাধারণ সম্পাদক আল আমিন,তালা রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার, সদস্য মিজানুর রহমান,বাবলুর রহমান, প্রভাষক নাহিদ নাসির, প্রভাষক মোস্তাফিজুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সংগঠক মীর্জা সাকিব,প্রতিনিধি হায়াতুল ইসলাম,শাহাজালাল আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল বলেন,তালা উপজেলা সকল সাংবাদিকদের নিয়ে তিনি তালা উপজেলা কে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। সাম্প্রতিক ইস্যুতে তাকে নিয়ে কালের কন্ঠ পত্রিকায় অনেকগুলো মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে ছাত্রলীগের ট্যাগ লাগানো হয়েছে। প্রকৃতি পক্ষে তিনি যদি ছাত্রলীগের সংগঠনের সঙ্গে কোনরূপ সম্পর্ক থাকতো তাহলে আমি এতদিন বসে থাকতাম না আমাকে ওই সময় প্রমোশন দেওয়া হতো। আরো বলা হয়েছে তিনি ১৩ টি দেশের নিজস্ব অর্থায়নে সফর করেছি, সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন তিনি কলাম নিয়ে সম্পূর্ণ সরকারি অর্থ আনে বিদেশে পড়াশোনা করতে গিয়েছিলাম। তালা উপজেলার সাংবাদিক সঙ্গে আমার অত্যন্ত সম্পদ রয়েছে এখন আমার বিরুদ্ধে যে সমস্ত সংবাদ পরিবেশন করা হচ্ছে সেটা ঢাকা কেন্দ্রিক। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করি তালা উপজেলাকে উন্নয়ন করতে সাংবাদিক ও সুধী সমাজ সার্বক্ষণিক আমার সঙ্গে আছে।

জুলাই কোন অভ্যর্থনের বিষয় উল্লেখ করে তিনি আরও বলেন, এই আন্দোলনের উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। কেউ মনে করবেন না প্রভাব খাটিয়ে বিভিন্ন অঘটন ঘটাবেন যদি কেউ এমন ধরনের অঘটন ঘটায় তাহলে তাকে শক্ত হাতে দমন করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ