শিরোনাম
৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮ ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

তালার মাগুরায় পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জহর হাসান সাগর / ২২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা তালার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

 

রবিবার  (১১ মে ) দুপুরে তালা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার মাগুরা ইউনিয়নের চাঁদকাটি গ্রামের জেহের আলি মোড়লের ছেলে গোলাম মোস্তফা।

 

গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান-  আমার ভোগদখলিও রেকর্ডিও ভিটাবাড়ী পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয় পিতার আমল থেকে বিগত প্রায় ১০০বছর এর অধিক সময়, শান্তিপূর্ণ ভাবে ভোগদখল সহ বসবাস করতেছি । এমতবস্থায় ০৭/০৫/২০২৫ইং তারিখ রোজ বুধবার কিছু কুচক্রী মহল পর সম্পদ লোভী ব্যক্তিগন আমার বাড়ীতে এসে দখল নেওয়ার চেষ্টা করে।

উল্লেখ্য ০৮নং মাগুরা ইউনিয়নের জামায়েত ইসলাম এর সেক্রেটারী ডাঃ কামাল হোসেন এর নেতৃত্বে ১। ইয়াকুব আলী, পিং- ইব্রাহিম মোড়ল, ২। মান্নান গাজী, পিং- মৃত আঃ রহমান গাজী, ৩। আছাদুল মোড়ল, পিং- সমোর উদ্দীন মোড়ল, ৪। আমিনুর রহমন, পিং- গফ্ফফার শেখ সহ অজ্ঞাত কিছু লোক জন নিয়ে আমার বাড়ীতে হামলা করে। আমি উপায় অন্ত না পেয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করি। তাতক্ষনিক পুলিশ ঘটনা স্থানে হাজির হয়। পুলিশের উপস্থিত জানতে পেরে দুরবুত্তরা ঘটনা স্থান ত্যাগ করে। এভাবে ইতিপূর্বেও এমন ধরনের হামলা চালায়। গত ইং ৮/৫/২৫ তারিখে বিজ্ঞ আদালতে আমার পক্ষে স্থিতি আদেশ দেন। যে আদেশটি তালা থানতে জমা দেই। যার মামলা নং ৭৭৫/২৫ উক্ত আদেশটি থানা তাদেরকে দেওয়ার পরও কয়েকবার আমার বসত বাড়ীর উপর হামলা করে বা সেখানে পাকা স্থাপনা তৈরী করার চেষ্টা করে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। আমি প্রতিবাদ করতে গেলে আমাবে বিভিন্ন প্রকার ভয় প্রদর্শন পূর্বক জীবন নাশের হুমকি প্রদান করিতেছে। আমি বসত ভিটা সহ জীবন হারানোর সংস্কায় আছি।তাই প্রশাসন সক্রিয় হস্তক্ষেপ না হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে তাই উপরক্ত বিষয়ের দেশবাসী সহ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট প্রতিকার চাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ