শিরোনাম
৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮ ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

তালার শাহাপুর শিক্ষককে কুপিয়ে হত্যা, গনপিটুনিতে অভিযুক্ত নিহত

রিপোটারের নাম / ২৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

জহর হাসান সাগর,  সাতক্ষীরা প্রতিনিধি : তালার খেশরা ইউনিয়নের শাহাপুর মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন বখাটে রাজু গাজী (৩৬) এর দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮),র মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় গ্রামবাসীর গনপিটুনিতে হামলাকারী রাজু (৩৬) নিহত হয়েছে।

 

রবিবার (২০ জুলাই) বিকালে খেশরা ইউনিয়নের শাহাপুর মাদ্রাসার সম্মুখে এই মর্মান্তিক ঘটনা। সে হরিহরনগর গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮)। তিনি নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মম হামলার শিকার হন।

 

স্থানীয় সূত্র ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে বখাটে রাজু গাজী (৩৬) শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে। সেখানে হঠাৎ করেই রাজু গাজী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনিতে ঘটনাস্থলেই তারও মৃত্যু ঘটে।

 

স্থানীয়রা জানান, রাজু গাজী (৩৬) এলাকায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন হিসাবে পরিচিত। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ।

 

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ