শিরোনাম
দুদকের মামলায় রাজউক কর্মচারী মো.দেলোয়ার সিকদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমাদের সংগ্রাম শেষ হয়নি: মির্জা ফখরুল চীনা ও ভারতীয় শিক্ষার্থীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন চুনারুঘাটে নালুয়া চা বাগানে অনুষ্ঠিত হলো আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সম্মেলন। ভোটের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানালেন মাওলানা জাহাঙ্গীর আলম! দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট 
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

 

দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

রিপোটারের নাম / ১২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং ধস দেখেছে বাংলাদেশ। ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজরাবানিদের সামনে দাঁড়াতে পারেনি টাইগারদের মিডল-লোয়ার অর্ডার। দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে ধস নামে। ফিরে যান ৫ ব্যাটার। তৃতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট হারিয়ে ৬১ ওভারে ১৯১ রানে থামে বাংলাদেশ।

দিনের শুরুটা সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দেখেশুনে করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৬৬ রান। ৯৮ রানে শান্ত ফিরে গেলে জুটি ভাঙে। ৬৯ বলে ৪০ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

এরপর ধস নামে। ওয়েলিংটন মাসাকাদজার ঘূর্ণিতে দ্রুত আরও ৪ ব্যাটার হারায় বাংলাদেশ। মুমিনুল ৫৬ রান করে ফিরে গেলে বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি। মুশফিকুর রহিম ৪ রান, মেহেদী হাসান মিরাজ ১ রান এবং তাইজুল ৩ রান করেন।

চা বিরতির পর জাকের আলি ও হাসান মাহমুদ কিছুটা প্রতিরোধ দেখিয়েছেন। দুজনে ৪১ রানের জুটি গড়েন। ১৮৭ রানে হাসান ফিরে যান ১৯ করে। আর চার রান স্কোরে যোগ করে ১৯১তে উইকেট দিয়ে আসেন জাকের। ২৮ রান করেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার। এরপর চার বলের ব্যবধানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

রোডেশিয়ানদের হয়ে ওয়েলিংটন মাসকাদজা ১০ ওভার বল করে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন। ব্লেসিং মুজারাবানি ৫০ রানে ৩ উইকেট, ওয়েসলি মাধেভেরে ২ রানে ২ উইকেট ও ভিক্টর নিয়াউচি ৭৪ রানে ২ উইকেট নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ