২০২৫-২৬ মৌসুমের জন্য শুক্রবার দুই ধরণের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন করে লিভারপুল।
এ নিয়ে তৃতীয়বারের মতো এডিডাসের সঙ্গে চুক্তিবদ্ধ হলো অ্যানফিল্ডের দলটি। ১৯৮৫ থেকে ১৯৯৬ সালের প্রথম সময়কালে তিনবার প্রথম শ্রেণীর লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। পরের ২০০৬ থেকে ২০১২ সময়কালে জেতে একটি করে এফএ ও লিগ কাপ শিরোপা।
ক্লাসিক ঘরোয়া লাল জার্সিতে এবার নেই হলুদের উপস্থিতি। লালের উপর কাঁধে এবং বাহুর প্রান্তে রয়েছে সাদা স্টাইপ।
আগামী সোমবার আথলেতিক ক্লাবের বিপক্ষে ঘরের মাঠে নতুন সার্জি পরে খেলতে নামবে লিভারপুল। আগামী ১০ অগাস্ট কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথম অ্যাও য়ে জার্সিকে মাঠে নামবে আর্না স্লটের শিষ্যরা।