শিরোনাম
৯ম তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশ্শান পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) মাহফিল। বিএনপি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাত হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িত থাকার অভিযোগে বিএনপির নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব জাতীয় ঐকমত্য কমিশনের সভায় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সন্মেলন-২০২৫ সম্পন্ন নেপাল থেকে বাংলাদেশ ফুটবল দল রওনা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহের আস্থা ঢাকা ওয়াসা  ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় হয়েছে নেপালে ছাএ জনতার বিক্ষোভে নিহত ৮ ছাতকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

নানা অভিযোগে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলামের পদ স্থগিত

রিপোটারের নাম / ৭১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

 

সাতক্ষীরা প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে সাতক্ষীরা জেলার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম (দাদু)-র দলীয় পদ স্থগিত করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

 

সম্প্রতি রফিকুল ইসলামের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখল, শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস নামের সেমাই কারখানা দখলের চেষ্টা এবং ৪৫ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ ওঠে।

 

ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চালিয়ে আসছিলেন। থানায় অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা মেলেনি। এমনকি উপজেলা বিএনপির কাছেও অভিযোগ করা হলেও সমাধান হয়নি।

 

শেষ পর্যন্ত গত ৩০ আগস্ট হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ভুক্তভোগী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে লিখিত অভিযোগ জমা দেন। এর আগে ২২ আগস্ট শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির পক্ষ থেকেও লিখিত অভিযোগ করা হয়।

 

অভিযোগের প্রেক্ষিতে জেলা স্বেচ্ছাসেবক দল চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে দেখা যায়, রফিকুল ইসলাম দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত।

 

পরবর্তীতে সোমবার (১ সেপ্টেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রফিকুল ইসলামকে অদ্য (১ সেপ্টেম্বর) থেকে আগামী ১ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের যাবতীয় কার্যক্রমসহ দলীয় পদ স্থগিত করা হলো। একই সঙ্গে নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়।

 

এ সিদ্ধান্ত অনুমোদন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো ও সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব। প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো. সাদ্দাম হোসেন।

 

এই পদ স্থগিত ঘিরে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, দলে দায়িত্বশীল পদে থাকা একজন নেতার বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা গ্রহণ স্বেচ্ছাসেবক দলের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। শুধু পদ স্থগিত না দলীয় পদ থেকে বহিষ্কার করা উচিত বলে মনে করেন সচেতন মহল।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ