ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লীগের কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি আত্মগোপনে চলে যায়। চার মাস ধরে তিনি চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তার এড়াতে কৌশল ও স্থান বদল করে আত্মগোপন থাকার পর অবশেষে তিনি রাজধানী থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
বদিউল আলম বদি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীল এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে।
পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিকে গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতা বদিকে আটক করা হয়েছে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা দুপুরে জানাবে গণমাধ্যমকে।