শিরোনাম
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে দুর্ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন । ব্লাড ফর চিটাগং পেকুয়া উপজেলা ইউনিটের জুলাই মাসিক সভা সম্পন্ন গোপালগঞ্জ হত্যাকাণ্ডে  আল্লামা ইমাম হায়াতের উদ্বেগ প্রকাশ। পোরশায় থানা দালাল খ্যাত মজিদ গ্রেফতার তালায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ,২ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা তালার শাহাপুর শিক্ষককে কুপিয়ে হত্যা, গনপিটুনিতে অভিযুক্ত নিহত সরইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ উন্নয়ন ও টেকসই একটি বিল্ডিং স্থাপনার এলাকাবাসীর জোর দাবি গিলানী ফুটবল একাদশ আয়োজিত আন্তঃ চা বাগান খাসি কাপ মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত।  পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো টাইগাররা। জামায়াত আমীরকে দেখতে বাসায় গেছেন ধর্ম উপদেষ্টা
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো টাইগাররা।

রিপোটারের নাম / ২৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এইচটি  বাংলা স্পোর্টস ডেস্ক  : মিরপুরে সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানের দেয়া ১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো টাইগাররা। মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের পর পারভেজ হোসেন ইমনের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল।

দলের জয়ে ৩৯ বল মোকাবেলা করে ৩টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৮ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এই জয়ের আগে সবশেষ ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৩ ওভারে ১১০ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া ২২ রান করেন আব্বাস আফ্রিদি।

বাংলাদেশ দলের হয়ে ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে দেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ ১২০ বলে মাত্র ১১১ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায়। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।

ওপেনার তানজিদ হাসান তামিম পাকিস্তানি বাঁহাতি পেসার সালাম মিরাজের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। তার আগে মাত্র ৪ বলে ১ রান করার সুযোগ পান তানজিদ।

তানজিদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাঁহাতি পেসার সালাম মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। তিনিও তানজিদের মতো ৪ বলে মাত্র ১ রানে ফেরেন।

লিটনের বিদায়ে ২.২ ওভারে মাত্র ৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন। তারা ৬২ বলে ৭৩ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।

তাওহিদ হৃদয় ৩৭ বলে দুই চার আর দুই ছক্কায় ৩৬ রানে আউট হওয়ার পর জাকের আলি অনিককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তিনি ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।


এই ক্যাটাগরির আরো সংবাদ