শিরোনাম
সাতক্ষীরায় ছাত্র-জনতা হত্যায় জড়িত আ.লীগ নেতা কোপাত মোড়ল গ্রেফতার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ইজরাইল কতৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল ও পথসভা ফিলিস্তিনের মুসলমানদের গনহত্যার প্রতিবাদে চন্দনাইশ জাহাঁগিরিয়া শাহসুফি দরবারের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন। ফিলিস্তিনের গাজায় গনহত্যার প্রতিবাদে চন্দনাইশ পৌরসভা ছাত্রসেনার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বিয়ে করেছেন ছোট পর্দার অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন।  ৪০টি দেশের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন চট্টগ্রাম কোরিয়ান ইপিজেডে । রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিকালে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন পুলিশ হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই

রিপোটারের নাম / ৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

 

এইচটি বাংলা বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার দিবাগত রাতে (৪ জানুয়ারি) দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার ছেলে নিশাত মণি।

গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। তবে অবস্থার অবনতি হলে বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এই শিল্পীকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়।

 

ছেলে নিশাত মণি জানান, জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত ডিসেম্বরের শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

 

অসাধারণ শিল্পী অঞ্জনা নাচের গুণে দেশ সেরা অভিনেত্রীর তকমা পেয়েছিলেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

 

দস্যু বনহুর’ দিয়ে চিত্রজগতে পথচলা শুরু করেন। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এরপর ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

 

উল্লেখ্য, চলচ্চিত্র জগতে আসার আগে তিনি একজন নামী নৃত্যশিল্পী ছিলেন। অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় ১৯৭৬ সালে বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত ‘দস্যু বনহুর’। রহস্য ভিত্তিক এই ছবিতে তার বিপরীতে ছিলেন সোহেল রানা।


এই ক্যাটাগরির আরো সংবাদ