শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্প আয়োজন। 

রিপোটারের নাম / ২৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি : আজ ২২ মে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক ও গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগ উত্তর পাহাড়তলী শাপলা আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি প্রাঙ্গনে সাধারণ জনগণকে নিয়ে বিনামূল্যে হেল্থ ক্যাম্প ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

উক্ত হেল্থ ক্যাম্পে ব্লাডগ্রুপ নির্ণয় করা হয়েছে ৮৫ জনের ব্লাড প্রেসার নির্ণয় করা হয়েছে ৫২ জনের নাক কান ছিদ্র করা হয়েছে তার ৩৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে ৪০ জনের পুরুষ এমবিবিএস ডাক্তার থেকে সেবা নিয়েছেন ৪৬ জন এবং মহিলা এমবিবিএস ডাক্তার থেকে সেবা নিয়েছেন ৫২ জন। উক্ত ক্যাম্পে সর্ব মোট ৩১০ জন নারীপুরুষদের সেবা দিতে সক্ষম হয় সংগঠনটি।আজকের ক্যাম্প থেকে সেবা নেওয়া রোগীদের জন্য গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারে ৩৫% ছাড়ে পরীক্ষা করার সুযোগ পাবেন।ক্যাম্পটি সকাল ১০:০০ টা থেকে শুরু করে দুপুর ১:৩০ পর্যন্ত চলমান থাকে।

ক্যাম্প থেকে সেবা পেয়ে সাধারণ জনগণের মাঝে সন্তুষ্টি দেখা দেয় এবং এই রকম প্রতি মাসে অন্তত পক্ষে একবার আয়োজন করে তাদের সেবা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন।

উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা, সহ – সভাপতি -১ মোস্তফা মোরশেদ শ্রেয়াস,সহ- সভাপতি -২ রিদুয়ান রনি, সাংগঠনিক আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট বিভাগীয় প্রধান ইয়াসিন আরাফাত, অফিস ডিপার্টমেন্ট সহকারী-১ ফারিয়া সিদ্দিকা জেবা, অফিস ডিপার্টমেন্ট সহকারী -২ সানজিদা আক্তার,ব্লাড ডিপার্টমেন্ট সহকারী -২ রোবেয়া সিদ্দিকা,আইসিটি মিডিয়া বিভাগীয় প্রধান নাদিম শেখ,তানভীর সারিয়ার ইমন, ইমতিয়াজ রাফি, মুনতাসীর মাহমুদ, মো: সাকিব,সায়িফ খান,আফসানা রহমান মীম, রাকিব আল ইসলাম,আরমান কাদের,ফারহানা আক্তার নওরীন,সৌভিক,তাবাসসুম ইসমাত তারিন। ২০ জন সদস্যদের উপস্তিতির মধ্যে দিয়ে আজকের এই প্রজেক্ট সুন্দর ভাবে সম্পূর্ণ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ