শিরোনাম
ছেলের সাথে লন্ডনে ঈদ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।  থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে ‌। ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। গ্রামের মানুুষ ধানের শীষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : হাজী আল মামুন মনোহরদীতে বড় বোনের শ্বশুর কর্তৃক ছোট বোন অপহরণ। পোরশায় সড়কে দুর্ঘটনা রোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার । আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মনোহরদীর বাইরে অবস্থানরত জামায়াতের সাংগঠনিক কর্মীদের ঈদ পুনর্মিলনী ।
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই হবে না: হাবিবুল ইসলাম হাবিব 

রিপোটারের নাম / ৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

 

 

জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দিয়ে বলেন, কেউ যদি কোন অপকর্ম করে তার দায় দল নেবে না।

 

বিএনপিতে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। কেউ এমন কাজ করলে তাকে দল থেকে বহিষ্কারের নির্দেশনা দেন তিনি।

 

শনিবার দুপুরে সাতক্ষীরার পাটকেলঘাটায় তালা উপজেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ। রাতের ভোট আর বাংলার মাটিতে হবে না। তাই যে কাজ করলে মানুষ ভালোবাসে সেই কাজ করার পরামর্শ দেন তিনি তার নেতা-কর্মীদের।

 

শাকদাহ আজিজ কমিউনিটি’র হলরুমে সভা অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়।

 

এ সময় উপস্থিত বক্তব্য রাখেন, তালা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অসিম কুমার, হাফিজুর রহমান হাফিজ, অধ্যাপক মোশাররফ হোসেন, হাসিবুর রহমান, কৃষকদল নেতা আলী হোসেন, এপিপি আরিফুর রহমান আলো, এড: শাহরিয়ার হাসিব।

 

আরোও উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান, সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, আনিছুজ্জামান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক গাজী আল মুহিদ, যুবনেতা সরজিৎ কুমার সরকার, শাহিন হোসেন, মেহেদী হাসান, মেহেদী হোসেন, নুর আহমদ, সফিকুল ইসলাম, সেলিম , সবুজ, জাকির, সাবেক ছাত্রনেতা খান নাজমুল হুসাইন, ছাত্রনেতা হাফিজুর, রিজভী, ফারুক, সালাম, মনিরুল, জর্জ প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ