শিরোনাম
যুদ্ধ বিরতি নিয়ে ট্রাম্পের দাবিকে নাকচ করে দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বপ্ন পূরণে আর্থিক সহযোগিতা করলেন সৈয়দ হারুন ফাউন্ডেশন পোরশায় আওয়ামী লীগ সহসভাপতি সুদেব আটক আলহাজ্ব গোলাম কিবরিয়া  যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন, কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা ছাতকে উপজেলা নির্বাহী অফিসার’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মনোহরদী পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আসাদুজ্জামান নূরের নাম ঘোষণা করলো জামায়াতে ইসলামী পাকিস্তানের সেনাপ্রধানকে প্রশংসায় ভাসিয়েছেন ইরানের সেনাপ্রধান দশ মাস পর ওবায়দুল কাদের প্রকাশ্যে এসে বর্তমান সরকারের সমালোচনা করছেন। আজ বিকালে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। রাজশাহীর বানেশ্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন 
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় গ্রেফতার -৩ 

রিপোটারের নাম / ৩৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

 

বিশেষ প্রতিনিধি: বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওয়ায়েস আহমেদ তাপসের উপর হামলার ঘটনায় মেনাজুল ইসলাম ,পলাশ ,মোঃ নয়ন নামে তিন জনকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।

এলাকাবাসী জানান , আটককৃত একটি স্থানীয় কিশোর গ্যাং এর সশস্ত্র সদস্য।

 

উল্লেখ্য, গত ২৫শে ফেব্রুয়ারি রবিবার পবিত্র শবে বরাতের রাতে একুশে আগস্ট গ্রেনেড হামলার শিকার মোক্তার হোসেন তালুকদারের ছেলে ওয়ায়েস আহমেদ তাপস নামাজ পড়ে বাসায় ফেরা অবস্থায় সন্ত্রাসীদের দ্বারা আক্রান্তের শিকার হয়।

 

এ সময় রাত দেড়টার দিকে বাদীর ছেলে নিজ বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আট দশজনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় মোক্তার হোসেন তালুকদারে ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে সেও হামলা শিকার হন।

 

এ ঘটনায় পিতা পুত্র গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে এই স্থানীয় হাসপাতালে এ ভর্তি করেন।

 

পরদিন সকালে মোক্তার হোসেন তালুকদার বাদী হয়ে ১২জন সহ অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করে হাজারীবাগ থানায় একটি মামলা করেন, আসামিরা হলেন, ১)মেনাজুল ইসলাম ,২)পলাশ ৩)মোঃ নয়ন হোসেন ৪)কাশেম ৫), মিন্টু ৬), জীবন সহ

অজ্ঞাতনামা আরো১০/১২জন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, হাজারীবাগে একুশে গ্রেনেড হামলার শিকার মোক্তার হোসেন তালুকদারে ছেলের উপর হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকেও আটক করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।

 

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রের উপর হামলাকারী এবং পরিকল্পনাকারীদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন হাজারীবাগ এলাকবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ