শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেনবাগে মে দিবস পালিত

মোঃ সামছু উদ্দিন লিটন / ১৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

 

মোঃ সামছু উদ্দিন লিটন,নোয়াখালী প্রতিনিধি : সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৌর শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন সংগঠন মে দিবস পালন করে।

সকাল সাড়ে নয়টায় সেনবাগ পৌর শহরে জেলা পরিষদ মার্কটের উপজেলা কার্যালয়ের সামনে থেকে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ শোভাযাত্রা শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেনবাগের নয়টি ইউনিয়ন ভ্রমনে পৌর শহর থেকে বের হয়ে যায়।উক্ত শোভাযাত্রায় ছিলো অর্ধশতাধিক মোটরসাইকেল ও রিকশা।

সকাল দশটায় জাতীয়তাবাদী দল (বিএনপি) সেনবাগ উপজেলা কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে, পৌর শ্রমিক দলের সভাপতি মহিন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, আমিনুল ইসলাম বিএসসি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী জাফর আহমদ। আলোচনা সভা শেষে বর্ণঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সকাল সাড়ে দশটায় সেনবাগ সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নোয়াখালী জেলার নায়েবে আমির অধ্যাক্ষ সাইদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক নুরুল আফসার।আলোচনা সভা শেষে এক বর্ণঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানার মোড়ে এসে শেষ হয়। আলোচনা সভায় সবাই একটি কথায়ই উল্লেখ করেন কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে, দৈনিক আট ঘন্টা ডিউটি বাস্তবায়ন করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ