শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

ভিবিডি চট্টগ্রামের উদ্যোগে “এইড অ্যাওয়ার” মেডিকেল ওয়ার্কশপ সম্পন্ন

রিপোটারের নাম / ১৯৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : চট্টগ্রামের ২ নম্বর গেটের চট্ট টার্ফ মাঠে ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো “এইড অ্যাওয়ার” শীর্ষক একটি মেডিকেল ট্রেনিং ওয়ার্কশপ, যা আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) চট্টগ্রাম জেলা। এই ওয়ার্কশপের মূল লক্ষ্য ছিল যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা ও জরুরি মুহূর্তে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার দক্ষতা অর্জনে সহায়তা করা। ওয়ার্কশপে অংশ নেয় ৪৫ জন স্বেচ্ছাসেবক।

প্রশিক্ষণটি পরিচালনা করেন চিকিৎসক ডা. শাজেদ মনোয়ার সাইমুম, যেখানে ব্লাড প্রেসার, ব্লাড সুগার, রক্তের গ্রুপ নির্ধারণ, ব্যান্ডেজিং এবং দুর্ঘটনায় প্রাথমিক সাড়া দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি সফলভাবে সমন্বয় করেন আফরিন ফেরদৌস এবং সাব্বির হোসেন। অংশ নেন ইবতিদ ইয়াসার জিনান, আসিফুর রহমান, জয়নাল আবেদীন, ইকরামুল ইসলাম, আনিকা তাবাসসুম, তাফরিহা নুর এবং আরাফাত হোসাইন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ