শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

যৌথ রোটারেক্ট ক্লাবের উদ্যোগে রেইনকোর্ট বিতরণ সম্পন্ন

রিপোটারের নাম / ৩৪৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

 

রেজাউল মোস্তফা , চট্টগ্রাম প্রতিনিধিঃ দিনমজুরদের বৃষ্টির সময়েও আর্থিক অবস্থা সচল রাখার লক্ষ্যে নগরীর চকবাজার এলাকায় যৌথ রোটারেক্ট ক্লাবের উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে “HOPECOAT” নামের একটি রেইনকোট বিতরণ প্রকল্প। বর্ষাকালে দিনমজুরদের জন্য এই প্রজেক্টটি ছিল অত্যন্ত মানবিক এবং সময়োপযোগী উদ্যোগ।
এই যৌথ প্রকল্পটি আয়োজন করে রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি,রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স,রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন,রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সিটি ও রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম কসমোপলিটন,যা রোটারেক্ট ডিস্ট্রিক্ট ৬৫-এর অন্তর্ভুক্ত।
উক্ত প্রকল্প পরিচালনা করেন রোটারেক্ট ক্লাব অব চিটাগং পোর্ট সিটি’র (আসমা আনিকা হৃদি,রিদুয়ানুল ইসলাম ফাহিম,আব্দুল্লাহ আল নাইম),রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র (চৌধুরী ইরফাত,মেহেরুন্নেসা স্বপ্না,তৌফিকুল ইসলাম),রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম মেট্রোপলিটন’র (সবুজ,অনি), রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম সিটি’র (তানজিলা জোনাইদ,ইফতেখার মাহমুদ রাফি),রোটারেক্ট ক্লাব অব চট্টগ্রাম কসমোপলিটন’র নাকিবুর রহমান চৌধুরী।
এ প্রকল্পে পথচারী ও অসহায় দিনমজুরদের মধ্যে রোটারেক্ট ব্র্যান্ডিংকৃত রেইনকোট বিতরণ করা হয়। প্রকল্প শেষে সদস্যরা বলেন, মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের প্রকৃত প্রাপ্তি।
এই মানবিক উদ্যোগগুলো রোটারেক্টের মূলমন্ত্রকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ