এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক: আইপিএলে টানা ৬ বলে ছক্কা হাঁকানোর অনন্য রেকর্ড গড়লেন রিয়ান পরাগ। তার বিধ্বংসী ইনিংসের পরও জিততে পারেনি তার দল রাজস্থান রয়্যালস। রোমাঞ্চে ঠাসা ম্যাচে তাদের স্রেফ ১ রানে হারিয়ে জয়ের ফিরেছে কলকাতা নাইট রাইডার্স।
ইডেন গার্ডেন্সে রোববার কলকাতার করা ২০৬ রানের জবাবে ২০৫ রানে থামে রাজস্থানের ইনিংস।
রান তাড়ায় ৪৫ বলে ৯৫ রানের পথে দুই ওভার মিলিয়ে টানা ৬টি ছক্কা মারেন পরাগ। আইপিএলের ইতিহাসে টানা ৬ বলে ছক্কা মারার প্রথম ঘটনা এটি। পরপর পাঁচটি ছক্কা মারার কীর্তি আছে চার জনের।