শিরোনাম
রাজশাহীতে বিজিবি ১ এর শীত বস্ত্র বিতরণ ৫৪ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন ইসলামী আদর্শ বিদ্যানিকেতন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সাতছড়ি চা বাগানে অসহায় চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ ১লা জানুয়ারি দৈনিক ঐশী বাংলা পত্রিকার বার্তা প্রধান মো. মিজান হাওলাদারের ২৭তম জন্মদিন  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। গাজীপুর–৩ আসনে ইসলামী ঐক্যজোটের এমপি প্রার্থী মুফতি শামীম সাহেব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সন্ধ্যাকালীন আড্ডা অনুষ্ঠিত নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক, চট্টগ্রামে সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন নগরফুল হলিডে স্কুল পটিয়া শাখায় ১১তম মৌসুমের তৃতীয় ধাপে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত”

রিপোটারের নাম / ১৪৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের অন্যতম বৃহৎ সংগঠন প্রেসফোর-এর সুষ্ঠু ভোট গ্রহণের মধ্য দিয়ে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিবান্ধা ডাকবাংলো ভোটকেন্দ্রে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এই নির্বাচনে অংশ নেন।এতে ৬৪ জন ভোটারের ভোটে মোট ১৫টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভোটগ্রহণ শেষে ফরহাদ আলম সুমন ৪৯ ভোট পেয়ে সভাপতি এবং মিজানুর রহমান দুলাল ৪৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে তন্ময় আহমেদ নয়ন (৩৪ ভোট) এবং সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস বসুনিয়া পবন (৩২ ভোট) এবং সহ সাংগঠনিক পদে আজিনুর রহমান আজিম (৩৭) বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এনটিভি রংপুর ব্যুরো প্রধান একে এম মঈনুল হক। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীরা ভোটারদের মুখে মিষ্টি বিতরণ করেন।

 

 

প্রেসফোর দীর্ঘ এক যুগ ধরে লালমনিরহাটে সাংবাদিকতার বিকাশ, পেশাদার সংবাদকর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই ভোটকেন্দ্রে সাংবাদিকদের ভিড় ছিল উল্লেখযোগ্য, হাস্যোজ্জ্বল কুশল বিনিময়ে পুরো পরিবেশটি রূপ নেয় এক মিলনমেলায়।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। দায়িত্বপ্রাপ্তরা কঠোর নজরদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নির্বাচন পর্যবেক্ষণকারী সিনিয়র সাংবাদিকরা বলেন, এই নির্বাচন প্রেসফোরকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করবে এবং পেশাদার সাংবাদিকতার নতুন ধাপ তৈরিতে ভূমিকা রাখবে।নবনির্বাচিত সভাপতি সুমন সাংবাদিকদের বলেন, “প্রেসফোরকে আরও শক্তিশালী ও পেশাদার সাংবাদিকতার চর্চায় এগিয়ে নিতে কাজ করব।”সাধারণ সম্পাদক দুলাল বলেন, “সাংবাদিকদের অধিকার, সম্মান ও পেশাগত উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মীরা।

উল্লেখ্য, ভোটগ্রহণ চলাকালে রাজনৈতিক নেতা, গুণী সাংবাদিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা ভোটকেন্দ্র পরিদর্শন করে মন্তব্যও প্রদান করেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ