শিরোনাম
এই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সংলাপ। ড. ইউনূস সরকারের প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছে রোহিঙ্গারা। পোরশায় ঈদের ছুটিতেও থেমে নেই চলমান মা-ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম।  শাওয়ালের ৬ রোজার ফজিলত ও নিয়ম । ঈদে বাড়ি ফেরা মানুষগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে। শোক সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার  বিশেষ ছবি উপহার । বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ছাতকে আন্ধারীগাঁও যুব ও সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক ও উপদেষ্টা কমিটি গঠন নরসিংদী-০৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের বিশাল মোটরসাইকেল শোডাউন ।
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

শাওয়ালের ৬ রোজার ফজিলত ও নিয়ম ।

রিপোটারের নাম / ৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

 

এইচটি বাংলা ইসলামিক ডেস্ক : রমজান মাসে ফরজ রোজা পালনের পর শাওয়াল মাসে ৬টি রোজা রাখা সুন্নত। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন।

 

শাওয়ালের ৬ রোজার ফজিলত বর্ণনা করে আল্লাহর রাসূল (সা.) বলেন, যারা রমজানে রোজা পালন করবে এবং শাওয়ালে আরও ৬টি রোজা রাখবে, তারা যেন সারাবছরই রোজা পালন করল। (সহিহ মুসলিম)

 

অর্থাৎ রমজানের ২৯/৩০টি রোজা রাখার পর শাওয়াল মাসের যেকোনো ৬ দিন রোজা রাখলেই ১ বছর অর্থাৎ, পুরো ৩৬০ দিন রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে।

 

বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, অতঃপর শাওয়াল মাসে ৬টি রোজা পালন করবে, সে যেন সারাবছর রোজা রাখল’। (মুসলিম)

 

‘রমজানের রোজা ১০ মাসের রোজার সমতুল্য আর (শাওয়ালের) ৬ রোজা ২ মাসের রোজার সমান। সুতরাং এ হলো এক বছরের রোজা’।

 

যে ব্যক্তি রমজানের রোজা শেষ করে ৬ দিন রোজা রাখবে সেটা তার জন্য পুরো বছর রোজা রাখার সমতুল্য। (কেননা) মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে (সূরা: আনআম, আয়াত: ১৬০) ঘোষণা করেন, مَنۡ جَآءَ بِالۡحَسَنَۃِ فَلَهٗ عَشۡرُ اَمۡثَالِهَا অর্থ: ‘যে কোনো সৎকাজ নিয়ে এসেছে, তার জন্য প্রতিদান হবে তার দশগুণ’। (মুসনাদে আহমদ, সুনানে দারেমি)

 

 

এভাবে রমজানের ৩০ রোজা এবং শাওয়ালের ৬ রোজা মোট ৩৬ রোজা ১০ দিয়ে গুণ দিলে ৩৬০ রোজার সমান হয়ে যায়, আর ৩৬০ দিনে এক বছর। সুতরাং ৩৬টি রোজায় সারাবছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়।

 

৬ রোজা রাখার নিয়ম

 

শাওয়ালের রোজা ধারাবাহিকভাবে রাখাই ফজিলতপূর্ণ। তবে লাগাতার না রেখে বিচ্ছিন্নভাবেও রাখা যায়। শাওয়াল মাস চলে গেলে তা কাজা করা জরুরি নয়। যেহেতু তা কারো কাছে সুন্নত আবার কারো কাছে মোস্তাহাব।

 

তাই ইচ্ছা কিংবা অনিচ্ছায় হোক শাওয়াল মাস পার হয়ে গেলে তা কাজা করা আবশ্যক নয়। সুতরাং সম্ভব হলে ঈদের পরপরই এ রোজা একাধারে পালন করা সর্বোত্তম। অথবা বিচ্ছিন্নভাবেও এ রোজা পালন করা যায়।


এই ক্যাটাগরির আরো সংবাদ