শিরোনাম
চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সাতকানিয়ায় পারিবারিক বিরোধে হামলার অভিযোগ, ভাই–ভাতিজাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

রিপোটারের নাম / ২২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক পূর্ব বিরোধের জেরে আবুল বশর (৪৫) ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগস্ট) সকালে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাষ্টারহাট এলাকায় মৃত ওয়াহেদ বকসুর বাড়িতে।

 

ভুক্তভোগী আবুল বশর বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে তার ভাই আবুল কাশেম, জাগির হোসেন, ভাবি হোসনে আরা বেগম, ভাতিজি রিজা আক্তার, ভাতিজা জিহাদ হোসেন এবং মো. রাশেদকে অভিযুক্ত করা হয়েছে।

 

অভিযোগপত্রে বলা হয়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ধারালো ছুরি ও লোহার রডসহ অস্ত্রশস্ত্র নিয়ে বিবাদীরা ঘরে প্রবেশ করে আবুল বশরকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার স্ত্রী ও সন্তানরাও হামলার শিকার হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায়।

 

আবুল বশর দাবি করেন, পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলে আসছে। তারা প্রায়ই ঝগড়া-বিবাদে লিপ্ত হয়ে হুমকি-ধমকি দিচ্ছে এবং বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা করছে। এমনকি তার মেয়ের বিবাহ ভেঙে দেওয়ার জন্যও ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ করেন তিনি।

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, ভাইদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছে। এর জের ধরেই হামলার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে বলেন, “আবুল বশর আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। আসলে সে আমাদের ওপর হামলা চালিয়েছে।”

 

এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ