জহর হাসান সাগর , (সাতক্ষীরা প্রতিনিধি) : সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঐতিহাসিক কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে তালা উপজেলা জামায়েত ইসলামীর স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৯ শে নভেম্বর) বিকাল ৫ টায় জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে একটি স্বাগত মিছিল তালা উপজেলা পরিষদের সামনে হতে বের হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিনরাস্তার মোড় শেষ হয়। স্বাগত মিছিল শেষে তিন রাস্তার মোড়ের পথ সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা জামায়েত ইসলামের আমীর মাওঃ মফিদুল ইসলাম,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান ও জামায়েত নেতা অধ্যাপক গোলাম ফারুক,মাগুরা ইউপির সাবেক চেয়ারম্যান ও জামায়েত নেতা অধ্যাপক আয়ুব আলী, তালা সদর ইউনিয়ন জামায়েত নেতা এ্যাড. মশিয়ার রহমান,তালা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।