শিরোনাম
দুদকের মামলায় রাজউক কর্মচারী মো.দেলোয়ার সিকদারকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমাদের সংগ্রাম শেষ হয়নি: মির্জা ফখরুল চীনা ও ভারতীয় শিক্ষার্থীরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন চুনারুঘাটে নালুয়া চা বাগানে অনুষ্ঠিত হলো আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সম্মেলন। ভোটের মাধ্যমে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানালেন মাওলানা জাহাঙ্গীর আলম! দুইশ রানের আগেই থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত । বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রাইম ব্যাংক পিএলসি.। রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত দীর্ঘ ১৮ বছরেও চালু হয়নি মোরেলগঞ্জে পানগুছি নদীর সন্ন্যাসী কলারন ফেরিঘাট 
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

 

চন্দনাইশে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জব্বার চৌধুরীর গণসংযোগে জনতার ঢল

রিপোটারের নাম / ৩১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেনঃ চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে প্রার্থী ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ৩ বারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান, আ’লীগ কেন্দ্রীয় ত্রান ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল জব্বার চৌধুরীর গণসংযোগ ২৭ ডিসেম্বর (বুধবার) সকালে বাগিছা হাট থেকে শুরু করে পূর্ব সাতবাড়িয়া হাই স্কুল, মহুরী হাট, নাজির হাট, হাফেজ নগর দরবার শরীফ, জামতল, ইউনুচ মার্কেট ও বৈলতলী ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন জায়গার নির্বাচনী অফিসে পথ সভায় বক্তব্য প্রদান করেন। এ সময় তার নেতা-কর্মী ও সর্বস্তরের জনতাকে নিয়ে হাফেজ নগর দরবার শরীফে জেয়ারত করেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রত্যেক জনগণের জন্য তার দরজা সব সময় খোলা ছিল। তাই তার জনপ্রিয়তা দেখে বিভিন্ন জাগয়ায় নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিড়লেও ভোটারদের হৃদয়ে জব্বার চৌধুরী স্থান করে নিয়েছে। একদিন কোন মানুষের সাথে কথা বললে তার সাথে ১০ বছর পরও দেখা হলে তার নামসহ বিস্তারিত মনে থাকায় সর্বস্তরের মানুষের সাথে তার ভালো সম্পর্ক নির্বাচনে জয়ের প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন বলে জানান তিনি। জনগণ চাই তার সমস্যা কোন জনপ্রতিনিধিকে বলে একটু সম্মান ও সহযোগিতা পাওয়া। তাই বিগত সময় সকলকে যথাযথ সম্মান প্রদর্শন করায় জাতীয়ভাবে পুরস্কার পেয়েছেন বলে উল্লেখ করেন। যারা মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের সাথে তিনি চলেন না বললেও জানান। গণসংযোগকালে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শেখ টিপু চৌধুরী, ইউপি সদস্য আব্দুল আজিজ, মোজ্জাম্মেল সিকদার, মোর্শেদ বিন চৌধুরী (খোকন), কাজী আমান উল্লাহ, মো. মামুন, আবদুর রহমান, আবুল বশর, শফিউল আলম, জসিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আয়ুব, নারী নেত্রী রহিমুন নেছা খানম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ