শিরোনাম
পোরশায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ও বীজ বিতরণ সেনবাগে টুংকু আবদুল রহমান মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নোয়াখালীতে পুলিশ জেন্ডার নির্দেশিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তাপদাহে কষ্টে পরীক্ষার্থীরা, পাশে দাঁড়ালো ছাত্রদল বিতরণ করলো পানি ও খাবার স্যালাইন বাংলা নববর্ষের নতুন বছরকে স্বাগত জানিয়ে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা  জামালপুরে জেলা যুবদল নেতা এম. শুভ পাঠানের নেতৃত্বে বাংলা নববর্ষ পালিত  রাজধানীর সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা রাজনৈতিক হয়রানি ও প্রতিহিংসা : টিউলিপ এবারের বাংলা নববর্ষে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো।  চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন

চট্টগ্রাম চান্দগাঁওয়ে বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ 

রিপোটারের নাম / ২৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির ৪ ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির কর্মীরা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে থেমে থেমে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

সূত্র জানায়, রোববার ভোটকেন্দ্রে যেতে ভোটাদের বাধা দেন বিএনপির কর্মীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিএনপির কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিএনপির কর্মীরা। পুলিশও পাল্টা টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিএনপির নেতাকর্মীরা।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির কয়েকশ নেতাকর্মী ফের জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে কিছুটা পিছু হটে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র‍্যাব ও বিজিবির টহলদল ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা চারদিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির সাঁজোয়া যান ঘটনাস্থলে আসে। সেনাবাহিনীর দুইটি টহল দলকেও আনা হয়। এতে পিছু হটে বিএনপির নেতাকর্মীরা। এ সময় র‌্যাবের একটি গাড়ি ভাঙচুর করে বিএনপির কর্মীরা। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র‍্যাব মোতায়েন করলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

এ সংঘর্ষে আহত ও আটকের বিষয়ে জানতে বিকেলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ