শিরোনাম
লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স চট্টগ্রাম-১৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী আগামী ১৫ নভেম্বর ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব: ঘুষে চলছে বিদ্যুৎ বাণিজ্য! জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আহমদ নুর এরিক চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সংবাদ সারাবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

পাকিস্তান অবশেষে ঘরের মাঠে টেস্ট জিতল ।

রিপোটারের নাম / ২৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : অপেক্ষাটা প্রায় চার বছরের, ম্যাচের হিসেবে ১১। অবশেষে ১২তম ম্যাচে এসে ঘরের মাঠে টেস্ট জিতল পাকিস্তান। ঘরের মাঠে এর আগে সবশেষ ২০২১ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল তারা। মুলতানে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে জয় খরা কাটালো শান মাসুদের দল। তাতেই সিরিজে সমতা আনলো স্বাগতিকরা।

 

পাকিস্তানের জয়ের নায়ক মূলত দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। কে কাকে ছাড়িয়ে যাবে এই পণ করে যেন মাঠে নেমেছিলেন এই দুই স্পিনার। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া নোমান দ্বিতীয়টিতে নিয়েছেন ৮ উইকেট, বাকি দুই উইকেট নিয়েছেন সাজিদ। প্রথম ইনিংসে সাজিদ শিকার করেছিলেন ৭ উইকেট। টেস্ট ইতিহাসের সপ্তম স্পিনার জুটি হিসেবে ২০ উইকেট শিকারের নজির গড়লেন সাজিদ ও নোমান।

 

 

জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৬১ রান, আর পাকিস্তানের দরকার ছিল ৮ উইকেট। ৩৬ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তবে এদিন পাকিস্তানের দুই স্পিনারের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশরা। ১০৮ রান যোগ করতেই বাকি ৮ উইকেট হারিয়ে বসে তারা।

 

দিনের শুরুতেই ওলি পোপকে হারায় ইংল্যান্ড। নিজের বলে নিজেই ক্যাচ নেন সাজিদ। প্যাভিলিয়নে ফেরার আগে ৩৮ বলে ২ বাউন্ডারিতে ২২ রান করেন পোপ। এরপর মুলতানে চলেছে শুধু নোমান শো। ইংল্যান্ডের বাকি সাত ব্যাটারকে একাই ফিরিয়েছেন পাক এ স্পিনার।

জো রুট-হ্যারি ব্রুকরা শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ইংল্যান্ডের হয়ে একাই লড়েছেন অধিনায়ক বেন স্টোকস। তবে তাকে ব্রাইডন কার্স ছাড়া আর কেউ যোগ্য সঙ্গ দিতে পারেননি।

 

দলীয় ১২৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন স্টোকস। নোমানের বলে স্ট্যাম্পিং হওয়ার আগে ৩৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ৩৭ রান। যা ইংল্যান্ডের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রান। এছাড়াও কার্সের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ২৭ রান।

 

আগামী ২৪ অক্টোবর শুরু হবে সিরিজের শেষ টেস্ট।


এই ক্যাটাগরির আরো সংবাদ