শিরোনাম
ছাতকে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১৫ লুটপাটে থমথমে পরিবেশ, গ্রেফতার ৬ চট্টগ্রামে সম্পন্ন হলো ‘১ম আন্তঃ যুব রেড ক্রিসেন্ট বিতর্ক চ্যাম্পিয়নশীপ–২০২৫’ চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ আয়োজিত। বোনের হাতে ফোঁটা নিলেন ভারতীয় ওয়েব মুভি “হয়তো তোমারই জন্য” র অভিনেতা ঋজু রায়  চন্দনাইশে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র বার্ষিক ওরশ শরীফের স্মরণে ২য় ধাপে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন জামেয়া মহিলা কামিল মাদ্রাসার ছাত্রী সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

ওষখাইন রজায়ী দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল সম্পন্ন

রিপোটারের নাম / ২২৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

 

আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় ঐতিহ্যবাহী ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ)মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল শনিবার হযরত ছৈয়্যদিনা আবু বকর ছিদ্দীক (রাঃ) জামে মসজিদ ময়দানে রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী (মাঃজিঃআঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

মাহফিলে শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী ও শাহজাদা ইমাম উদ্দীন রজায়ী যৌথ সঞ্চলনায় প্রধান ওয়াজিন হিসেবে তকরির করেন রাউজান উরকিরচর মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ আল্লামা অধ্যক্ষ হাসান রেজা আল কাদের (মাঃজিঃআঃ),বিশেষ বক্তা হিসেবে তকরির করেন, না’ লাইন – ই- মোস্তফা সাঃ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা ও চন্দনাইশ হযরত শাহ সূফী আলী রজা ও একরাম শাহ (রহঃ) এতিমখানা প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কামরুদ্দীন নূরী (মাঃজিঃআঃ),মাওলানা আমজাদ হোসেন আলকাদেরী।

 

উক্ত মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বেলায়তের সম্রাট হলেন বড়পীর শেখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী (রা.)। তিনি আউলিয়াদের সর্দার। উনার মাধ্যমে ইসলাম পুর্নজীবন লাভ করেছে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজত, মিলাদ, কেয়াম ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ