সাতক্ষীরা প্রতিনিধি:- মামলার ঘটনার তারিখ ও সময়ে শিক্ষক কলিম উদ্দিন তার স্কুল হাজির থাকার পরো তালা থানার মিথ্যা মামলায় স্কুল শিক্ষক কে জামিন দিয়েছেন সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৩ নং আদালত।
রবিবার ৮ ডিসেম্বর বারোটার দিয়ে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিজ্ঞ আমলি ৩ নং বেগম সুজতা আমিন এর আদালত।
আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী বাসারাতুল্লাহ আরঙ্গি বাবলা ও মোঃ আশরাফুজ্জামান মামলার শুনানি করেন। আদালতে শুনানি শেষে বিজ্ঞ আদালত আসামি শিক্ষক কলিম উদ্দিন সরদার মামলার ঘটনার সময়ে পাঠদানে ব্যাস্ত থাকার কারনে মামলার সাথে কোন সংশ্লিষ্টতা না থাকায় তাকে জামিন মঞ্জুর করেন।