শিরোনাম
সাতক্ষীরা–১ আসনে নির্বাচনী উত্তাপ: মাঠে সক্রিয় জামায়াত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ পোরশায় মাসিক সমন্বয় সভা এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  চট্টগ্রামের কালুরঘাট এলাকায় পোশাক কারখানার গুদামে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিট। সড়ক দুর্ঘটনায় পা হারানো আজিজুলকে হাসপাতালে রেখে চিকিৎসা অব্যাহত রাখার দাবি পরিবারের লালমনিরহাটে প্রেসফোর নির্বাচনে: সভাপতি সুমন, সম্পাদক দুলাল নির্বাচিত” ছাতকে সাংবাদিকদের দোয়া-মিলাদ মাহমুদ আলমের মায়ের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ছৈলা আফজলাবাদে জামায়াতে ইসলামী’র ওয়ার্ড সমাবেশ মনোহরদী-বেলাব আসনে জামায়াতের প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ!  পরিচ্ছন্নতায় সংকট, সেবায় প্রশ্ন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলোচনায় চন্দনাইশে সাতবাড়িয়াতে ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

পটিয়ায় ৩৬ হাজার ইয়াবাসহ আটক ২, জব্দ মাইক্রো

রিপোটারের নাম / ২৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে কোটি টাকার ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত বারোটার দিকে গোপন সংবাদে ভিত্তিতে মহাসড়কের পটিয়া কমলমুন্সির হাট এলাকায় বিশেষ চেক পোস্ট বসিয়ে একটি মাইক্রো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিচ ইয়াবা উদ্ধার, দুই ইয়াবা কারবারিকে আটক ও ইয়াবা সরবরাহের কাজে ব্যবহ্ত মাইক্রো গাড়িটি জব্দ করে গোয়েন্দা পুলিশ।

 

এসময় সাইদুর রহমান নামে আরো একজন পালিয়ে গেছে।

 

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকান্দার পাড়ার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) ও একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। তাদের বিরুদ্ধে আজ শনিবার মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সূত্রে ইয়াবার বড় চালান পাচার হওয়ার খবর পেয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স উপজেলার কমল মুন্সিরহাট বাজারে পটিয়া-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাড়ীর দরজার ভিতর রাখা ৩৬ হাজার পিচ ইয়াবা, ২ আসামিকে আটক করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানিয়েছেন তারা ইয়াবার চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌঁছে দেয়ার দায়িত্ব দিয়েছে।

 

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ৩৬ হাজার ইয়াবার চালান আটকের ঘটনায় আর কারা জড়িত আছে তাদের গ্রেফতার করতে আমাদের বিশেষ টিম কাজ করছে। জব্দকৃত ইয়াবা গুলোর বর্তমান বাজার মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।


এই ক্যাটাগরির আরো সংবাদ