শিরোনাম
বিএসটিআই অনুমোদিত পণ্যে ওজন হ্রাস ও নকল পণ্যের বিপণন বন্ধে সিআরবি’র আবেদন সুবর্ণ জয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন চলছে সিলেট পাল্প অ্যান্ড পেপার মিলস স্কুলে আকিজ ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সারিতে ট্রাক, বাড়ছে যানজট চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতা নুরুল আনোয়ার চৌধুরী চন্দনাইশে ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত ছাতক ইসলামিক সোসাইটি ইউকের নবনির্বাচিত নেতৃত্বকে বাংলাদেশ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। সাতক্ষীরায় বদলি হয়ে আসছেন বিতর্কিত ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, ক্রীড়া অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশের আয়োজনে ওয়ায়েজীনদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যবস্থাপনা সম্পাদক হলেন সিনিয়র রিপোর্টার মোঃ শামীম শাহরিয়ার পোরশার সোমনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

পটিয়ায় ৪০ দিন পূর্বে খেলায় ঝগড়া থেকে গৃহবধূকে খুন, আজ সেই পলাতক আসামি গ্রেপ্তার

রিপোটারের নাম / ২০০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

 

ইমতিয়াজ উদ্দীন, পটিয়া প্রতিনিধি:  চট্টগ্রামের পটিয়ায় আলোচিত গৃহবধূ শিউলি বেগম হত্যার ৪০ দিন পর এ মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মুন্সি মিয়া পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭। মুন্সি মিয়া এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে গত ১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়িতে নিহত গৃহবধূর ছেলের সাথে প্রতিবেশী বাঁচা মিয়ার ছেলের সাথে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া হয়। এ তুচ্ছ ঘটনার জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা। তখন শিউলী বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মো. মুছা বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পটিয়া থানা পুলিশের সহযোগিতায় শিউলি হত্যার আসামি মুন্সি মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার বাকী আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ