জহর হাসান সাগর ,সাতক্ষীরা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
(১৮ এপ্রিল শুক্রবার) সকালে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা নামক স্থান থেকে এ নারীর মরদেহটি উদ্ধার করছে ডুমুরিয়া থানা পুলিশ।।
মরদেহটির হাত ও পায়ের রগ কাটা, শরির ক্যেমিকাল জাতীয় দ্রব্য ব্যাবহার করে ৯৫ ভাগ পুড়ে ঝলসে দিয়েছে ঘাতকরা।মরদেহটির গায়ে সম্ভবত সেলোয়ার কামিজ পড়া ছিল।হাতে চুরি ও নাকে নাকফুল আছে।
মহিলার বয়স আনুমানিক ৩০/৩২ বছর।
খুলনা জেলা পুলিশের বি- সার্কেল মোঃ খায়রুল আনাম (বিপিএম)ও ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্র বলছে শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় ঘাতকরা অন্য কোনো অজ্ঞাত স্থান থেকে নির্মম ভাবে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে কাঁঠালতলা বাজার সংলগ্ন, হোমিও চিকিৎসক অসিম মল্লিকের পরিত্যক্ত একটি টিনসেট ঘর হতে ক্যামিকাল জাতীয় দ্রব্য দিয়ে তাকে ঝলসে ফেলে রেখে পালিয়ে যায়।
মরদেহটির সনাক্তের চেষ্টা করছে পুলিশের সিআইডি টিমের সদস্যরা।।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান,৯৫ ভাগ ঝলসে যাওয়ায় নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষা চলছে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।।