এইচটি বাংলা ডেস্ক : বাংলাদেশ থেকে এ বছর হজের প্রথম ফ্লাইট ২৯শে এপ্রিল। এখনো বেশকিছু হজযাত্রীর সৌদি আরবে বাড়িভাড়া সম্পন্ন না হলেও সরকার বলছে, হজের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়েছে। সৌদি আরবের এয়ারলাইনস কোম্পানি ফ্লাইনাসের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগ করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম উপদেষ্টা বলেছেন, টিকিট কালো বাজারির বিরুদ্ধে এ বছর কঠোর অবস্থানে সরকার। সময়মতো চুক্তি না করায় ভারত ও পাকিস্তানের প্রায় ১ লাখ ২০ হাজার হজযাত্রি হজে যেতে পারছেন না।