শিরোনাম
নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু ঐতিহাসিক জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ। রাজশাহীতে দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর – পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ঢাকায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের  উদ্যোগে বিশাল জমায়েত স্থগিত করার প্রতিবাদ করায় চট্টগ্রামে ৬ জনকে গ্রেপ্তার সার্ক সাংবাদিকের শান্তির বার্তার মাধ্যমে রাজস্থানের জয়পুরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সে-২০২৫ পুঁজিবাজারে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবার্গ ম্যাটারিয়েলসের লভ্যাংশ ঘোষণা ১১৬ বছরের ঐতিহ্য চট্টগ্রামের জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

 

সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত

রিপোটারের নাম / ২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

 

জহর হাসান সাগর, সাতক্ষীরা প্রতিনিধি : ভ্রামম্যান আদালতের মাধ্যমে অন্যায় ভাবে ১০দিনের সাজা দেওয়া দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর নিঃশর্ত মুক্তির দাবী সাতক্ষীরায় সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবদিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিনের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই -এলাহী। সাংবাদিক আবুল কাসেমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন , প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি,, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাংবাদিক ফরিদ হোসেন, বাংলাদেশ মফস্বল ফোরামের সভাপতি আবু জাফর, তালা মফস্বল ফোরামের সভাপতি এম এ ফয়সাল, দিপ্তটিভির সাংবাদিক রঘুনাথ খাঁ প্রমূখ।

 

এসময় বক্তরা বলেন, তথ্য চাওয়ার অপরাধে কালের কন্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুর কে অন্যায়ভাবে যে সাজা দেওয়া হয়েছে সে দেশের বিরাল ঘটনা আমরা এর তীব্রনিন্দা জানাই। আমরা চাই অবিলম্বে ইউ এন বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হোক একই সাথে সহকারী প্রকৌশলী মামুনকে প্রত্যাহার করতে হবে । সেই সাথে অতিদ্রুত টিপুকে মুক্তি দিতে হবে। আমাদের দাবী না মানা হলে জেলা ও উপজেলা থেকে সাংবাদিক এনে সাতক্ষীরাকে অচল করে দেওয়া হবে । আজকের পর জেলা প্রশাসক কোন ব্যাবস্থা না নিলে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন বক্তরা। অবস্থান কর্মসুচি শেষে সাংবাদিক নেতারা টিপুর মুক্তির দাবী ও ইউএনও এবং সহকারী প্রকৌশলীর প্রত্যাহারের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের কাছে জোর দাবী জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ