ইমতিয়াজ উদ্দীন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরে বিশিষ্ট আলেম ও মসজিদের ইমাম আল্লামা রইস উদ্দিনকে নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ।
২৯ এপ্রিল, সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা ইমাম হায়াত আল্লামা রইস উদ্দিনের মর্মান্তিক হত্যার জন্য পুলিশকেও দায়ী করে বলেন, খুনি জংগীবাদের মব হামলায় আহত আলেমকে হসপিটাল না নিয়ে চিকিৎসার ব্যবস্থা না করে হাতকড়া পরিয়ে থানায় আটক করে রেখে তাঁকে মৃত্যুর মূখে ঠেলে দেয়।
পুলিশের হিংস্র পাশবিক ঘৃন্য বর্বর আচরণের তীব্র প্রতিবাদ করে আল্লামা ইমাম হায়াত বলেন, আহত আলেম রইস উদ্দিন মৃত্যুর পূর্বে পুলিশের গাড়িতে পানি চাইলেও যুগের মোয়াবিয়া এজিদের দল রাজাকার খুনিদের ইশারায় মূখের কাছে পানি নিয়েও পানি না দিয়ে পানির বোতল ফিরিয়ে নেয়।
আল্লামা রইস উদ্দিনের হত্যাকারি সকল খুনি জংগীবাদি ও দায়ী পুলিশদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।